স্থানীয় ডুবুরি দিয়েই শিবচরের পদ্মায় ডুবে যাওয়া ১৩ জাহাজ উদ্ধার অভিযানে মালিক পক্ষ

মোহাম্মদ আলী মৃধা ও মো: আবু জাফর :
ঘূর্নিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে মাদারীপুরের শিবচরের পদ্মা নদীতে বিপুল পরিমান সিমেন্ট, সারসহ ১৩ টি জাহাজ বা বাল্কহেড ডুবির ঘটনায় স্থানীয় ডুবুরি দিয়ে অনুসন্ধান করছে মালিক পক্ষ। বিআইডব্লিউটিএ বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোন ধরনের উদ্ধার তৎপরতা শুরু হয়নি। আসেনি কোন উদ্ধারকারী জাহাজ। ডুবে যাওয়া নৌযানগুলোতে কোন নিখোজ নেই বলে আক্রান্তরা জানায়। এতে কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন।
সরেজমিনে জানা যায়, ঘূর্নিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার গভীররাতে ঝড়ো বাতাসের কবলে পড়ে পদ্মা নদীর জেলার শিবচরের মাদবরচর ইউনিয়নের চায়নাখাল ও চরজানাজাত ইউনিয়নের মোল্লাকান্দি এলাকায় নোঙ্গর করে রাখা ৬ শ মেট্রিক টন ইউরিয়া সারসহ এমভি সালসাবিন, ৫ শ মেট্রিক টন সারসহ এমভি কাঁঠালবাড়ি, ৬ হাজার ৫ শ বস্তা আমান সিমেন্টসহ সাজেদা পরিবহন-২, ৯ হাজার বস্তা সেভেন রিং সিমেন্টসহ আলফি-৩, ১০ হাজার বস্তা আকিজ সিমেন্টসহ সামির এন্ড মোহাম্মদ, ৯ হাজার ৫ শ বস্তা ফ্রেস সিমেন্টসহ এমভি আর এন এন্টার প্রাইজ, ৮ হাজার ৫ শ বস্তা প্রিমিয়ার সিমেন্টসহ এমভি মোহাম্মদীয়া-৪, ৬ হাজার বস্তা বসুন্ধরা বীর সিমেন্টসহ এমভি বসুন্ধরা-২৮ নামক জাহাজসহ অন্তত ১৩ টি জাহাজ বা বাল্কহেড ডুবে যায়। এতে করে জাহাজে থাকা কয়েক কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছেন। ৮ টি জাহাজের মালামালের তথ্য পাওয়া গেলেও বাকি ৫ টি জাহাজের মালামালের তথ্য পাওয়া যায়নি। খবর পেয়ে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্র্শন করেছে।
ক্ষতিগ্রস্থরা জানায়, এখনো বিআইডব্লিউটিএ বা ফায়ার সার্ভিসের কোন ডুবুরীরা না আসায় স্থানীয় ডুবুরী দিয়ে জাহাজগুলো শনাক্তর কাজ চলছে। কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হলেও উদ্ধারকারী কোন জাহাজও এখনো আসেনি।
একটি গ্রুপ অব কোম্পানীর অডিট কর্মকর্তা মেহেরুল ইসলাম বলেন, আমাদের প্রায় ৬০ লাখ টাকার সিমেন্ট ডুবে গেছে। যা সম্পন্নই নষ্ট হয়ে গেছে। এখনো বিআইডব্লিউটিএ বা ফায়ার সার্ভিসের কোন ডুবুরীরা না আসায় স্থানীয় ডুবুরী দিয়ে জাহাজগুলো শনাক্তর কাজ চলছে। কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হলেও উদ্ধারকারী কোন জাহাজও এখনো আসেনি। এগুলো সবইতো দেশের সম্পদ।
শিবচর নৌ পুলিশের ওসি মোঃ শাহানুর আলী বলেন, উদ্ধার অভিযানে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিস ডাকা হয়েছে ।