মাদারীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে আট মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা এলাকায় নিহতের শ্বশুরবাড়ি থেকে তার লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ।
নিহত ওই গৃহবধূর নাম রহিমা বেগম (৩০)। তিনি সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের সিদ্দিকখোলা গ্রামের আইয়ুব আলী মাতুব্বরের মেয়ে। নিহতের স্বজনদের অভিযোগ, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে মারা গেছে রহিমা। এ ঘটনায় তারা অভিযুক্তদের বিচারের দাবি জানিয়েছেন।
পুলিশ ও নিহতের স্বজদের সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে রহিমার সঙ্গে একই উপজেলার মস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা এলাকার মৃত মাজেদ ঢালীর ছেলে এনামুল ঢালীর বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর থেকেই রহিমার স্বামী, ভাসুর টুকু ঢালী, ভাসুরের বউ খাদিজা বেগমের সঙ্গে পারিবারিক কলহ লেগেই থাকত। এই কলহের জের থেকে শনিবার সন্ধ্যায় ভাসুর টুকু ঢালীসহ শ্বশুড়বাড়ির লোকজন মিলে রহিমাকে শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। এতে মারা যায় ৮ মাসের অন্তঃসত্ত্বা রহিমা বেগম। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ রাতেই রহিমার শ্বশুরবাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশটি উদ্ধার করে। পরে লাশটির ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত রহিমা বেগমের ভাই সোহেল মাতুব্বর বলেন, ‘আমার বোনকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন সব সময় নির্যাতন চালাত। নানান সময়ে আমাদের কাছে বিভিন্ন কাজের জন্য টাকা দাবি করত। এরই ধারাবাহিকতায় আমার বোনকে তার ভাসুর, ভাসুরের স্ত্রীসহ তাদের বাড়ির লোকজন সবাই মিলে নির্যাতন করে হত্যা করেছে। হত্যার পরে তারা আত্মহত্যা বলে প্রচারণা চালাচ্ছে। আমার বোন কোন ভাবেই আত্মহত্যা করতে পারে না। ওরে মেরে ফেলা হয়েছে। আমি এ ঘটনার ন্যায় বিচার চাই।’
অভিযোগের বিষয় জানতে চাইলে রহিমার ভাসুর টুকু ঢালী বলেন, ‘রহিমা নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তাকে কেউ নির্যাতন চালায় নাই। আমাদের নামে যে অভিযোগ দিচ্ছে তা মিথ্যে। আমাদের সাথে রহিমার পারিবারিক ভাবে কোন বিরোধও নেই।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ‘খবর পেয়ে শনিবার রাতেই নিহতের শ্বশুরবাড়ি গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। ময়না তদন্তের রিপোর্টে পেলে বলা যাবে রহিমার মৃত্যুর আসল কারণ। এ ঘটনায় আমরা নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। বিষয়টি পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।