আচরনবিধি ভঙ্গের অপরাধে শিবচরে ২ মেম্বার প্রার্থীসহ ৮ জনকে জরিমানা

শিবচর বার্তা ডেক্স :
ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরনবিধি লঙ্ঘনের অপরাধে শিবচরে ২ মেম্বার প্রার্থীসহ ৮ জনকে ৫১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, আগামী ২১ জুন প্রথম দফায় শিবচরের ১৩ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে প্রার্থীদের প্রচার প্রচারনা চলছে। নির্বাচনী এলাকায় পরিবেশ সুশৃংখল রাখতে নির্বাচনী এলাকাগুলোতে ৪ জন ম্যাজিস্ট্রেট এর নেতৃর্তে ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে। শুক্রবার গভীর রাত পর্যন্ত নির্বাচনী এলাকাগুলাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: বায়েজিদুর রহমান, বিপুল শিকদার, আবু জাহের ও কেএম ইসমাম এর নেতৃর্ত্বে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতগুলো। অভিযানকালে আচরনবিধি ভঙ্গের অপরাধে উপজেলার ভান্ডারীকান্দি ইউনিয়নের এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থক লিয়াকত ইসলামকে ৫ হাজার টাকা, শিরুয়াইল ইউনিয়নের এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ইনছান হাওলাদারকে ৫ হাজার, দত্তপাড়া ইউনিয়নের এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থক মামুন মাদবরকে ১ হাজার, মাদবরচর ইউনিয়নের এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থক মোতায়ের শেখকে ১০ হাজার, পাঁচ্চর ইউনিয়নের মেম্বার প্রার্থী মো: মারুফ মুন্সীকে ১০ হাজার ও মো: নুরুল আমিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া পাঁচ্চর ইউনিয়নের মো: বাচ্চুকে ৫ হাজার ও মিজানুর রহমানকে ৫ হাজার টাকাসহ মোট ৫১ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ঃ আসাদুজ্জামান বলেন, সুষ্ঠ ও অবাধ নির্বাচনের স্বার্থে নির্বাচনী এলাকাগুলোতে ৪ জন ম্যাজিস্ট্রেট প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছেন। আচরন বিধি লঙ্ঘন করায় প্রতিনিয়ত জেল জরিমানা করা হচ্ছে। নির্বাচনের দিন ১৩ ইউনিয়নে ২৬ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে। কেউ কোন বিশৃংখলা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।