মাদারীপুরে ত্রাণ বিতরণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩ জনসহ আহত ১০

মাদারীপুর প্রতিনিধি :
ঈদের পরের দিন ত্রাণ বিতরণকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান গ্রুপের সমর্থকদের গুলিতে তিন জন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের পান্তাপাড়া বাজারে।
স্থানীয়রা জানান, ঈদের পরের দিন সন্ধ্যায় কবিরাজপুর বাজারে ত্রাণ বিতরণ দিচ্ছেলেন স্থানীয় লক্ষণ দাস নামের এক ব্যক্তি। তখন কবিরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান ও তার ছোট ভাই জুয়েল মাতুব্বরের সমর্থকদের সাথে লক্ষণ দাসের সমর্থকদের হাতাহাতি হয়। এক পর্যায়ে টিপু সুলতানের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় টিপু সুলতানের লোকজনের গুলিতে তিন জন বিদ্ধ হয়। গুলিবিদ্ধুরা হলেন বাবুল খন্দকার, মোকা তালুকদার, আলিউজ্জামান। এছাড়া অন্তত ১০টি দোকানে ব্যাপক ভাংচুর চালায়। খবর পেয়ে রাজৈর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের রাজের হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে দুইজনকে ঢাকার উন্নত চিকিৎসার জন্যে পাঠানো হয়েছে।