মাদারীপুরে শোক দিবসের প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরন

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১ শ ৭৭ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে মাদারীপুর পৌরসভা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নৃত্য, সংগীত, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে মাদারীপুর পৌরসভা। এতে অংশগ্রহণ করে পৌর এলাকার বিভিন্ন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে ১ শ ৭৭ জন শিক্ষার্থীকে চারটি ক্যাটাগরিতে ভাগ করে পুরস্কার দেয়া হয়।
মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, পৌরসভার নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস, উদীচী জেলা সংসদের সভাপতি ডা. রেজাউল আমিনসহ পৌরসভার কাউন্সিলরগণ।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকসহ আগত অতিথিরা পৌরসভার নিচতলার সভাকক্ষে আয়োজিত প্রথমা প্রকাশনির ছয় দিনব্যাপী বইমেলা পরিদর্শন করেন।