মাদারীপুরে মৌলভী আচমত আলী খান এর ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত

মাদারীপুর প্রতিনিধি :
মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক প্রাদেশিক পরিষদ, গণপরিষদ ও জাতীয় সংসদ সদস্য, মাদারীপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মৌলভী আচমত আলী খানের ২৯ তম মৃত্যুবার্ষিকী মাদারীপুরে পালিত হয়েছে। শুক্রবার বাদ আসর মরহুমের বাসভবন সংলগ্ন চাঁদমারী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া একি সাথে মরহুমের জন্মস্থান দুধখালী ইউনিয়নের মধ্য হাউসদী গ্রামের খানবাড়ী জামে মসজিদ, পূর্ব হাউসদী বাজার মসজিদ ও বলসা জামে মসজিদ সহ জেলার বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠন নেতৃবৃন্দ । বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর,বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ১৯৪৯ ও ১৯৫৩ সনের সদস্য, ১৯৫৪ সালের নির্বাচিত এম এল এ, ১৯৭০ সালে এমপিএ, এবং ১৯৭৩ সালের এমপি, বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর জেলা শাখার সাবেক সফল সভাপতি, মাদারীপুর জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি,মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদে ৭৫ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকান্ডের প্রথম প্রতিবাদকারী ছিলেন এই নেতা। মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের গৌরবময় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৬ স্বাধীনতা পদক প্রাপ্ত (মরনোত্তর) হন এই মহান নেতা।