মাদারীপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শিব শংকর রবিদাস :
মাদারীপুরে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের প্রথম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শিবচর নন্দকুমার ইনস্টিটিউশনের অফিস সহকারী মো: সিরাজুল ইসলামকে সভাপতি ও  চরমূগরিয়া মহাবিদ্যালয়ের হিসাব রক্ষক আলহাজ্ব মিজানুর রহমানকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট মাদারীপুর জেলা কমিটি ঘোষনা করা হয়।
জানা যায়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের ন্যায় মাদারীপুরেও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তা সুবল চন্দ্র দাশ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি মো. জিয়া শাহিন। অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আদনান হাবিব, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো.মাসুদুর রহমান, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আলিম দাড়িয়া প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বেতন বৈষম্য দূর করন, বেতন গ্রেড বৃদ্ধি করা, কর্মঘন্টা নির্ধারন, ম্যানেজিং কমিটিতে অর্ন্তভুক্তিসহ ১১ দফা দাবি আদায়ের বিষয়ে আলোচনা করে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন।