মাদারীপুরে ঈদের প্রধান জামাতে আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহন

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে ঈদ উল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। দেড়শ’ বছরের পুরনো মাদারীপুর পৌরসভার ব্যবস্থাপনায় জেলার প্রধান ও বড় জামাত অনুষ্ঠিত হয় শহরের পৌর ঈদগাহ মাঠে। রোববার সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ঈদগাহ মাঠে জামাত পড়ান মাদারীপুর পৌরসভা জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন। এতে অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম। এছাড়াও ঈদ জামাতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা বিএনপির আহবায়ক জাহান্দার আলী জাহানসহ কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহন করেন। নামাজ আদায় শেষে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন। পরে সকাল পৌনে ৮টায় অনুষ্ঠিত হয় ঈদের দ্বিতীয় জামাত। দ্বিতীয় জামাত পড়ান জেলা জামে মসজিদের ইমাম মাওলানা ইলিয়াস হাবিবুল্লাহ।
১০ হাজার ধর্মপ্রাণ মুসল্লীর নামাজ আদায়কে টার্গেট করে মুসল্লীদের নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়।