সালতামামি ২০২১ শিবচরঃ করোনা পরিস্থিতির মাঝেও লিটন চৌধুরীর শিবচরে উন্নয়ন যাত্রা অব্যাহত, ইউপি নির্বাচনে চমক

বিশেষ রিপোর্টঃ
বিশ্বব্যাপী চলা করোনা ভাইরাসের অচলাবস্থা এখনো চলমান রয়েছে। এরমাঝেও বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে লকডাউনকৃত শিবচর উপজেলায় উন্নয়নযাত্রা অব্যাহত রয়েছে । যোগ হয়েছে সাইন্স সিটিসহ বড় বড় প্রকল্প । অব্যাহত রয়েছে বিভিন্ন মেগা প্রকল্পসহ নানান প্রকল্পর কার্যক্রম। বারবারের সংসদ সদস্য চীফ হুইপ আওয়ামীলীগ সংসদীয় পার্টির সাধারন সম্পাদক নূর-ই-আলম চৌধুরী করোনাকালেও জীবনের চরম ঝূকি নিয়ে দফায় দফায় ছুটে বেড়িয়েছেন শিবচরের প্রতিটি জনপদ। বৈশ্বিক অচলাবস্থার মাঝেও শিবচরের এই উন্নয়ন অগ্রযাত্রায় বিস্ময় প্রকাশ করছেন মন্ত্রী পরিষদের সদস্যরা। তারা অনেকেই শিবচরকে ইউরোপের সাথে তুলনা করেছেন। চীফ হুইপের কঠোর নির্দেশনায় হাইটেক পার্কে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে সরকারের সাশ্রয় হয় অন্তত ৫শ কোটি টাকা। শারদীয় দূর্গাৎসবের সময় দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির মাঝেও চীফ হুইপ এসে শুভেচ্ছা ও মতবিনিময় করেন হিন্দু ধর্মালম্বীদের সাথে। কঠোর বার্তা দেন দূবৃর্ত্তদের বিরুদ্ধে। বিশেষ করে গত বছর চীফ হুইপের উদ্যোগে শিবচরে আওয়ামীলীগের পক্ষ থেকে প্রার্থীতা উম্মুক্ত করায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোন ধরনের সহিংসতা ছাড়াই নজিরবিহীন ভোটার উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। যা স্থানীয় নির্বাচনে মডেল মানছেন প্রশাসনিক কর্মকর্তারা।
৪ জানুয়ারিঃবঙ্গমাতা শেখ মুজিব নার্সিং ইনষ্টিটিউট এন্ড কলেজের ভিত্তি প্রস্তর এবং ১শ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর
বছরের শুরুতেই শিবচরে স্বাস্থ্য খাতে ২টি সুসংবাদ যোগ করেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। উপজেলার পাচ্চর ইউনিয়নের বড় দোয়ালী এলাকায় ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন বঙ্গমাতা শেখ মুজিব নার্সিং ইনষ্টিটিউট এন্ড কলেজের। পরে ১শ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর করেন।


২৮-২৯ জানুয়ারিঃহাইটেক পার্কের শত শত অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সরকারের অন্তত ৫শ কোটি টাকা সাশ্রয়
উপজেলার কুতুবপুরে শেখ হাসিনা ইনষ্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি এন্ড হাইটেক পার্কের প্রস্তাবিত স্থানে গড়ে উঠা শত শত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন। এতে সরকারের অন্তত ৫ শ কোটি টাকা সাশ্রয় হওয়ায় জেলা প্রশাসক চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


২৬ ফেব্রুয়ারিঃসংযুক্ত হলো অনিন্দসুন্দর লিটন চৌধুরী স্কয়ার
শিবচর পৌরসভা সংলগ্ন চত্ত্বরে উদ্বোধন হয় অনিন্দসুন্দর লিটন চৌধুরী স্কয়ার। যা পর্যটনে নতুন মাত্রা যোগ করে।
১৫ মার্চঃ ১ম দফা ইউপি নির্বাচনে শিবচরে আওয়ামীলীগের প্রার্থীতা উম্মুক্ত ঘোষনা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গনভবনে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সভায় শিবচরের ১৩ ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থীতা উম্মুক্ত ঘোষনা করা হয়। পর্যায়ক্রমে শিবচরের ১৯ ইউনিয়নেই একইভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরআগে ২৩ জানুয়ারি চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর উপস্থিতিতে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীতা উম্মুক্ত রাখার সুপারিশ গ্রহন করা হয়।
১ এপিল ঃ করোনা সংক্রমন বাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত
১৪ এপ্রিলঃ করোনা সংক্রমন বাড়ায় চীফ হুইপের পক্ষ থেকে আবারো খাবার সহায়তা শুরু,আইসোলেশন কেন্দ্র আধুনিকায়ন


৩০ এপ্রিলঃ করোনা বৃদ্ধি পাওয়ায় শিবচরে চীফ হুইপের পরিদর্শন ও নগদ অর্থ বিতরন
৩ মেঃ ভয়াবহ স্পীডবোট দূর্ঘটনায় ২৬ জন নিহত
১২ মেঃ ফেরিতে গাদাগাদিতে পদদলিত হয়ে ৫ যাত্রীর মৃত্যু
২১ জুনঃ ইউপি নির্বাচনে শিবচরে ভোট উৎসব
১ম দফা ইউপি নির্বাচনে শিবচরে আওয়ামীলীগের প্রার্থীতা উম্মুক্ত থাকায় ভোট উৎসবে রুপ নেয়। কোন ধরনের সহিংসতা ছাড়াই ১৩ ইউনিয়নের নির্বাচনে বিপুল সংখ্যক ভোটার ভোট প্রদান করেন। চীফ হুইপের উদ্যোগে পর্যায়ক্রমে ১৯ ইউনিয়নেই উম্মুক্ত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নেয়া হচ্ছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনে প্রায় ৮০ ভাগ ভোটার ভোট প্রদান করছেন। স্থানীয় এ নির্বাচনকে মডেল নির্বাচন মানছেন প্রশাসনিক কর্মকর্তারা।


১২ জুলাইঃ করোনা রোগীদের জন্য অক্সিজেন ব্যাংক উদ্বোধন
২৭ জুলাইঃ করোনার কারনে স্বল্প আয়ের মানুষের মাঝে চীফ হুইপের ত্রান ও ওষুধ বিতরন
৯ আগষ্টঃ পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা , চলাচলে অচলাবস্থা


১ সেপ্টেম্বরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে মুক্তিযুদ্ধে ভারতের মেলাঘর ক্যাম্পে মুক্তিযুদ্ধের সংগঠক ইলিয়াস আহমেদ চৌধুরীর হাতে লেখা হিসাবের খাতা হস্তান্তর

১৪ অক্টোবরঃদূর্গাৎসবে সময় চীফ হুইপ
শারদীয় দূর্গাৎসবের সময় দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির মাঝেও চীফ হুইপ এসে শুভেচ্ছা ও মতবিনিময় করেন হিন্দু ধর্মালম্বীদের সাথে। কঠোর বার্তা দেন দূবৃর্ত্তদের বিরুদ্ধে।
১১ ডিসেম্বরঃ শিবচরে সাইন্স সিটি ও নভো থিয়েটার নির্মানে সম্ভাব্য স্থান পরিদর্শন
শিবচরের সন্ন্যাসীরচরে সাইন্স সিটি ও নভো থিয়েটার নির্মানে সম্ভাব্য স্থান পরিদর্শন করেন চীফ হুইপসহ বঙ্গবন্ধু নভো থিয়েটারের মহাপরিচালক ড.মোঃ আঃ রাজ্জাক,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ড.মেজবাউদ্দিনসহ উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ টিম।
২৫ ডিসেম্বরঃ ৩শ ৬৬ কোটি টাকা ব্যয়ে শিবচরে নদীর তীর সংরক্ষন ও ড্রেজিং প্রকল্পের উদ্বোধন
৩শ ৬৬ কোটি টাকা ব্যয়ে শিবচরে আড়িয়াল খা নদীর তীর সংরক্ষন ও ড্রেজিং প্রকল্পের উদ্বোধন করেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, পানি সম্পদ প্রতি মন্ত্রী জাহিদ ফারুক এমপি, উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
এরমাঝেও চলমান শিবচরের উন্নয়ন যাত্রাঃ
বৈশ্বিক মহামারির মাঝেও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর নেতৃত্বে চলমান রয়েছে শিবচরের উন্নয়ন অগ্রযাত্রা। চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী অসংখ্য সেতু, স্কুল ভবনসহ বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন। চলমান রয়েছে শেখ হাসিনা তাত পল্লী, শেখ হাসিনা ইন্সটিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি’ ,টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,ইনষ্টিটিউট অব হেলথ এন্ড টেকনোলজি,নার্সিং কলেজ,কারিগরি ইনষ্টিটিউট,ট্রমা সেন্টারসহ বিভিন্ন মেগা প্রকল্পসহ নানান প্রকল্প।। দেশের প্রথম ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি জায়গা নির্ধারন করা হয়েছে। অলিম্পিক ভিলেজ বাস্তবায়নে একাধিক টিম জায়গা নির্ধারনে কাজ করছে।