শিবচর পৌরসভায় জমে উঠেছে কাউন্সিলর নির্বাচন, কঠোর অবস্থানে প্রশাসন

শিবচর বার্তা ডেক্স :
আগামী ২৮ ফেব্রুয়ারী পঞ্চম ধাপে শিবচর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী আমেজে জমে উঠেছে এলাকা। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র চলছে নির্বাচনী আলোচনা। প্রচার প্রচারনায় সরগরম হয়ে উঠেছে মাঠ। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করছেন। নির্বাচনকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। ইতমধ্যেই আচরনবিধি ভঙ্গের অপরাধে বেশ কয়েকজন প্রার্থীকে জরিমানাও করা হয়েছে।
জানা যায়, পঞ্চম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারী শিবচর পৌরসভায় সাধারন ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে পৌরসভার নয়টি ওয়ার্ড। ব্যানার, ফেস্টুন, পোস্টারে ছেঁয়ে গেছে নির্বাচনী এলাকা। মাইকে প্রার্থীদের নাম ও প্রতীক নিয়ে বাঁধা গান বাজিয়ে চলছে প্রচারনা। প্রার্থীরা লিটলেট হাতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। নির্বাচনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকেও গ্রহন করা হয়েছে ব্যাপক প্রস্তুতি। আচরনবিধি ঠিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। প্রতিনিয়ত নির্বাচনী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছে। ইতমধ্যেই আচরনবিধি ভঙ্গের অপরাধে ১ নং ওয়ার্ডে ২ প্রার্থী, ২ নং ওয়ার্ডে এক প্রার্থী, ৫ নং ওয়ার্ডে এক প্রার্থী, ৭ নং ওয়ার্ডে এক প্রার্থীর সমর্থক, ৬ নং ওয়ার্ডে এক প্রার্থী ও ৮ নং ওয়ার্ডের এক প্রার্থীকে আর্থিক জরিমানাও করা হয়েছে। নির্বাচনে ইভিএম মেশিনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আগামী ২৬ ফেব্রুয়ারী কেন্দ্রগুলোতে মগ ভোট অনুষ্ঠিত হবে। সেখানে নির্বাচন সংশিষ্ট কর্মকর্তারা ইভিএম মেশিনের মাধ্যমে কিভাবে ভোট প্রদান করা হয় তা ভোটারদের শেখাবেন। এ নির্বাচনে পৌরসভার ১ নং ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে ২ জন, ২ নং ওয়ার্ডে ৩ জন, ৩ নং ওয়ার্ডে ৪ জন, ৪ নং ওয়ার্ডে ৫ জন, ৫নং ওয়ার্ডে ২ জন, ৬ নং ওয়ার্ডে ৬ জন, ৭ নং ওয়ার্ডে ২ জন, ৮ নং ওয়ার্ডে ২ জন ও ৯নং ওয়ার্ডে ৪ জনসহ মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। আর সংরক্ষিত কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে ২ জন, ৪,৫,৬ নং ওয়ার্ডে ২ জন ও ৭,৮,৯ নং ওয়ার্ডে ৩ জনসহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এ পৌরসভার ৯ টি কেন্দ্রে ৪৮ টি বুথে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৯ হাজার ১৭ জন নারী, ৮ হাজার ৯ শ ৬১ জন পুরুষ ভোটারসহ মোট ১৭ হাজার ৯ শ ৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।