শিবচরে দূর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কমলেশ কুমার ধর, শিবচর:
মাদারীপুরের শিবচরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে দূর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, বুধবার সকালে দূর্নীতি দমন কমিশনের আয়োজনে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটরিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে দূর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতায় সহযোগিতা করে অক্সফ্যাম ইন বাংলাদেশ । মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দূর্নীতির বিস্তার ঘটে এই বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে পাঁচ্চর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন ও শেখ ফজিলাতুন্নেছা সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা রানার্সআপ হয়। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আ: লতিফ মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, ফাহিমা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিশ^জিৎ রায়, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলী আকবর টুকু খান, প্রেস ক্লাব ও দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আসাদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।