শিবচরে ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা

শিবচর বার্তা ডেক্স :
উৎসব মুখর পরিবেশে পঞ্চম দফা নির্বাচনে মাদারীপুরের শিবচরের ২ ইউনিয়নের ভোট গণনা শেষে ফলাফল ঘোষনা করা হয়েছে। বুধবার রাত আনুমানিক ৮ টার দিক উপজেলা ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটরিয়ামে ফলাফল ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মাকসুদুর রহমান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন-অর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন। এ নির্বাচনে কাঁঠালবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোহসেন উদ্দিন আনারস প্রতীকে ৫ হাজার ৩ শ ৭৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোতাহার হোসেন বেপারী মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ২ শ ৬৫ ভোট। বন্দরখোলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আ: রহমান খান ঘোড়া প্রতীকে ৩ হাজার ৬ শ ৩৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী নিজাম উদ্দিন আহমেদ অটোরিক্সা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫ শ ১৫ ভোট। এ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীতা উন্মুক্ত রেখেছিল। এর আগের দুই দফা নির্বাচনেও আওয়ামীলীগ প্রার্থীতা উন্মুক্ত রেখেছিল। ফলে একটি ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছাড়া দুটি ইউনিয়নের সকল প্রার্থীই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করেছিল। নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্নের লক্ষে ৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ২ প্লাটুন বিজিবি, র‌্যাব, পুলিশসহ বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনী দায়িত্ব পালন করেন। নির্বাচনে এ দুটি ইউনিয়নে ১১ জন চেয়ারম্যান প্রার্থী, ২১ জন সংরক্ষিত ওয়ার্ড সদস্য ও ৭৮ জন সাধারন ওয়ার্ড সদস্য অংশ গ্রহন করেন। এ দুটি ইউনিয়নে ১৮ টি ওয়ার্ডে ৮৩ টি ভোট কক্ষে ২৫ হাজার ২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।