শিবচরে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির বাড়িতে দুধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট

মোহাম্মদ আলী মৃধা :
মাদারীপুরের শিবচরের সন্যাসীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কহিনুর মাস্টারের বাড়ীতে দুধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। এ সময় ডাকাতদল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে গৃহকর্তা ও তার পরিবারে সদস্যদের হাত পা রশি দিয়ে বেঁধে প্রায় ২৫ ভরি স্বর্নালংকার নগদ ৩ লাখ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান, শিবচর থানার ওসি মো: মিরাজ হোসেন, পরিদর্শক (তদন্ত) আমির সেরনিয়াবাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা রাতের যে কোন সময় ডাকাত দলের কোন এক সদস্য কৌশলে সন্নাসীরচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কহিনুর মাস্টারের বসতঘরে প্রবেশ করে লুকিয়ে থাকে। প্রতিদিনের ন্যায় রাত আনুমানিক ১১ টার দিক পরিবারের সদস্যরা ঘুমিয়ে পরে। রাত আনুমানিক ৩টার দিকে ঘরে লুকিয়ে থাকা ডাকাত দলের সদস্য ঘরের দরজা খুলে দিলে অন্তত ১০/১২ জনের একটি ডাকাতদল ভিতরে প্রবেশ করে। এ সময় ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে আওয়ামী লীগ সভাপতি কহিনুর মাস্টার, তার স্ত্রী ও দুই মেয়ের হাত ও পা বেঁধে আলমারি থেকে নগদ ৩ লক্ষ টাকা, প্রায় ২৫ ভরি স্বর্নালংকার, দুটি মোবাইল সেটসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে। খবর পেয়ে মঙ্গলবার বিকেলে মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান, শিবচর থানার ওসি মো: মিরাজ হোসেন, পরিদর্শক (তদন্ত) আমির সেরনিয়াবাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সন্যাসীরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কহিনুর মাস্টার বলেন, আমার ধারনা সোমবার সন্ধ্যা রাতে ডাকাত দলের কোন এক সদস্য কৌশলে ঘরে প্রবেশ করে লুকিয়ে ছিল। মধ্যরাতে সে দরজা খুলে দিলে অন্য ডাকাতরা প্রবেশ করে আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত ও পা বেঁধে প্রায় ২৫ ভরি স্বর্নালংকার ৩ লাখ টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।