শিবচরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

মোঃ মনিরুজ্জামান মনির,মোঃ আবু জাফর ও মোঃ হাসান মোল্লা::
দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব , দুর্নীতিকে না বলুন- এই প্রতিপাদ্য বিষয়ে শুক্রবার সকালেশিবচর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধীদিবস পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে সকাল থেকে পতাকা উত্তোলন,মানববন্ধন,আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিবচর উপজেলা পরিষদের ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর কঠোর হস্তক্ষেপের কারনে দালাল চক্রের হাত থেকে বিভিন্ন প্রকল্পে সরকারের শত শত কোটি টাকা সাশ্রয় হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলী আকবর খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী
অফিসার মো.রাজিবুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ওসি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা
আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি একেএম নাসিরুল হক, জেলা পরিষদ সদস্য
আয়শা সিদ্দিকা মুন্নি। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক প্রদু্্যৎ সরকারের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম বলেন, যে কোন দুর্নীতির সাথে দুটি পক্ষ
জড়িত থাকে। এক পক্ষের দ্বারা কোনভাবেই দুর্নীতি সংঘটিত হওয়া সম্ভব নয়। শুধু ঘুষ গ্রহণ
করাই দুর্নীতি নয়, যে যার অবস্থানে থেকে সঠিক নিয়মে কাজ না করাও দুর্নীতি। তাই সকলকে
যার যার অবস্থানে থেকে সঠিক নিয়মে কাজ দেশকে দুর্নীতিমুক্ত রেখে কাজ করে এগিয়ে যেতে
হবে।