শিক্ষার্থীদের ইন্টারনেটের মাধ্যমে করোনা প্রতিরোধে তথ্য সংগ্রহ করে স্বজনদের সচেতন করার আহ্বান চীফ হুইপ লিটন চৌধুরীর

মোঃমনিরুজ্জামান মনির, মোঃ আবু জাফর, অপূর্ব দাস, মিঠুন রায় ও মিশন চক্রবর্ত্তীঃ
শিক্ষার্থীদের ইন্টারনেটের মাধ্যমে করোনা প্রতিরোধে তথ্য সংগ্রহ করে পরিবার ও স্বজনদের সচেতন করার আহ্বান জানিয়েছেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে শিবচরে রাজারচর উচ্চ বিদ্যালয়ে প্রায় ৩ কোটি টাকা ব্যায়ে নূর-ই-আলম চৌধুরী  ৪ র্থ তলা একাডেমিক ভবন উদ্বোধন শেষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।এদিন চীফ হুইপ ভদ্রাসনে জিসি একাডেমির ২টি ভবন ও ভদ্রাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আঃ লতিফ ে মাল্লা, মেয়র মোঃ আওলাদ হোসেন খান , উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম প্রমুখ।
চীফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের স্বল্পমূল্যে ইন্টারনেট ব্যবস্থা করে দিয়েছেন। ছাত্র ছাত্রীদের কাছে আমার অনুরোধ এই করোনাকালীন সময় তোমরা ইন্টারনেট ব্যবহার করে করোনা প্রতিরোধে জ্ঞান অর্জন করবা। অর্জিত সেই তথ্য ব্যবহার করে পরিবার,স্বজন ও এলাকাবাসিদের সচেতন ও সজাগ করবে। যাতে এই দূর্যোগকালীন সময়ে কি করনীয় তা তারা জানতে পারে।
নূর-ই-আলম চৌধুরী আরো বলেন, করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর গৃহিত পদক্ষেপ এখন সারাদেশে প্রশংসা কুড়াচ্ছে। যেখানে দেশের বিভিন্ন উন্নত দেশ এখনো সঠিকভাবে করোনার টিকা কার্যক্রম শুরু করতে পারেনি। সেখানে প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে আমরা গ্রামেও কোটি কোটি ডোজ টিকা দিচ্ছি। আমাদের মতো বিনামুল্যে টেস্ট ও টিকা অনেক উন্নত দেশেও নেই। এখনো করোনা শেষ হয়নি। সবাইকে মাস্ক ব্যবহার করতে ,স্বাস্থ্যবিধি মানতে হবে,সরকারের নিয়ম কানুন মেনে চলতে হবে।