বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খানের মৃত্য, চীফ হুইপ লিটন চৌধুরীর শোক

শিবচর বার্তা ডেক্সঃ
জাতীয় সংসদের চীফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী এমপি বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খানের (৮২)মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।
বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, মুক্তিযুদ্ধকালীন ৭ থানা এরিয়া কমান্ডার, শিবচর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য এবং শিবচর পৌরসভার প্রথম প্রশাসক ছিলেন। তিনি সোমবার সকাল ১১টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)৷ মৃত্যুকালে এই বীর মুক্তিযোদ্ধা স্ত্রী, ২ সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এক শোক বার্তায় চীফ হুইপ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মঙ্গলবার বাদ যোহর শিবচর হাতির বাগান মাঠে মুক্তিযুদ্ধকালীন ৭ থানা এরিয়া কমান্ডার,বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো:মোসলেম উদ্দিন খানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে৷
এছাড়াও উপজেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠন, জেলা পরিষদ, পৌরসভা,প্রেস ক্লাব, দূর্নিতী প্রতিরোধ কমিটি,পূজা উদযাপন পরিষদ,হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান , সামাজিক সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।