বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে শিবচরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মো : আবু জাফর ও কমল রায় :
বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে শিবচরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে দিবসটি উপলক্ষে প্রথম প্রহর থেকেই দিনব্যাপী কর্মসূচী পালন করা হয়।
জানা যায় , ২১ ফেব্রুয়ারী প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নের্তৃবৃন্দ । পরে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু মূর‌্যালে পুস্পস্তবক অর্পন করা হয় । এর পর আওয়ামীলীগ , যুবলীগ , স্বেচ্ছাসেবকলীগ , ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহনে প্রভাত ফেরি করে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন নের্তৃবৃন্দ । এদিন পৌরসভার পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ: লতিফ মোল্লা, পৌর মেয়র মো: আওলাদ হোসেন খান , উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম , উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাহার হোসেন , ফাহিমা আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা , সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, পৌর আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান প্রমূখ উপস্থিত ছিলেন।