নিকায় শিবচর পৌরসভা সম্প্রসারন অনুমোদন,প্রধানমন্ত্রী ও চীফ হুইপের প্রতি মেয়রের কৃতজ্ঞতা

শিব শংকর রবিদাসঃ
প্রশাসনিক পুর্নবিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় শিবচর পৌরসভার সীমানা সম্প্রসারনের অনুমোদন দেয়া হয়েছে বলে জানা গেছে। এদিকে পৌরসভার সীমানা সম্প্রসারন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন পৌর মেয়র আওলাদ হোসেন খান। প্রথম শ্রেনীর শিবচর পৌরসভাটির বর্তমান আয়তন ৮.৭৫ বর্গ কিলোমিটার। নতুন করে ৯.৭৭ বর্গ কিলোমিটার বর্ধিত হয়ে মোট আয়তন হলো ১৮.৫২ বর্গ কিলোমিটার।
এছাড়াও দেশে নিকার স্বীকৃতি পাওয়া নতুন তিনটি উপজেলা হলো কক্সবাজারের ঈদগাঁও, মাদারীপুরের ডাসার এবং সুনামগঞ্জের মধ্যনগর।
শিবচর পৌরসভার মেয়র মোঃ আওলাদ হোসেন খান বলেন, আজ মাননীয় প্রধানমন্ত্রী নিকার সভায় শিবচর পৌরসভা সম্প্রসারনের সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন। আমরা শিবচরবাসি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চীফ হুইপ মহোদয়ের নিরলস পরিশ্রমে শিবচর আজ সারাদেশে উন্নয়নের মডেল। তারই ধারাবাহিকতায়ই আজকের এই অর্জন।