জমি নিয়ে বিরোধ :শিবচরে শালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় আহত-৫

মিশন চক্রবর্ত্তী :
জমি নিয়ে বিরোধের মিমাংসাকালে শিবচরে শালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছে। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, উপজেলার কাদিরপুর ইউনিয়নের দানেশ মোল্লা কান্দি গ্রামের আলিম মোল্লা ও আলমগীর মাদবরের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। সোমবার রাতে দানেশ মোল্লার মোড় এলাকায় আলমগীর মাদবরের সমর্থক আতিকের সাথে আলিম মোল্লার সমর্থক বাবু বেপারীর কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার মিমাংসা করতে মঙ্গলবার সন্ধায় দানেশ মোল্লা মোড়ে স্থানীয় মুরব্বীদের উপস্থিতিতে শালিশ বৈঠক চলছিল। শালিশ বৈঠক চলাকালীন আলিম মোল্লার লোকজন আলমগীর মাদবর ও তার লোকজনের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে বাবুল বেপারী, জাহাঙ্গীর মাদবর, সোহেল মাদবর, মন্নাফ বেপারী, রাজ্জাক মাদবরসহ ৫ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ব্যাপারে শিবচর থানায় মামলা প্রক্রিয়াধীন।
শিবচর থানার অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেন বলেন, জমি সংক্রান্ত বিরোধের মিমাংসা করতে স্থানীয়ভাবে একটি শালিশ বৈঠক চলছিল। এসময় হামলায় কয়েকজন আহত হয়েছে। এ বাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।