ইউপি নির্বাচন : শিবচরে আচরনবিধি ভঙ্গের অভিযোগে এক চেয়ারম্যান প্রার্থীর ছেলেসহ ৬ জনকে জেল

শিবচর বার্তা ডেক্স :
ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদারীপুরের শিবচরে প্রতিপক্ষের নির্বাচনী প্রচারণায় বাঁধাসহ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে এক চেয়ারম্যান প্রার্থীর ছেলেসহ ৬ জনকে ১২ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ নুরুল হক শিকদার বুধবার সন্ধায় ইউনিয়নের ১ নং ওয়ার্ডে তার নির্বাচণী প্রচারণায় উঠান বৈঠক শুরু করেন। এসময় তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ জাকির হোসেন হায়দারের ছেলে গালিব হাসান ফারদিনের নেতৃত্বে বেশ কয়েক জন যুবক উঠান বৈঠক পন্ড করার উদ্দেশ্যে বাঁধা প্রদান করে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেন। এসময় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান দ্রুত ঘটনাস্থলে পুলিশ সহ হাজির হন। এসময় ভ্রাম্যমান আদালত আচরনবিধি লঙ্ঘনের অপরাধে চেয়ারম্যান প্রার্থীর ছেলে গালিব হাসান ফারদিন, তাঁর সহযোগী মোঃ ইমরান, মতিউর, মনোয়ার হোসেন, আলাল সরদার ও মোঃ বেলালসহ ৬ জনকে ১২দিনের কারাদন্ড প্রদান করেন। পরে পুলিশ বৃহস্পতিবার সকালে সাজাপ্রাপ্তদের মাদারীপুর জেল হাজতে প্রেরণ করেন।
শিবচর থানা অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেন জানান, আচরণবিধি লংঘনের দায়ে ভ্রাম্যমান আদালতে সাজাপ্রাপ্ত ৬জনকে সকালে মাদারীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এম রাকিবুল হাসান বলেন,উপজেলা প্রশাসন আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বদ্ধপরিকর। সে ক্ষেত্রে যারা নির্বাচনী আচরন ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।