মাদারীপুরে কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, ফসলের ব্যাপক ক্ষতি

রাজৈর প্রতিনিধি :
বছরের প্রথম কালবৈশাখী ঝড়ে মাদারীপুরের রাজৈরে শতাধিক কাঁচা-পাকা ঘর ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঘন্টাব্যাপী চলা এ ঝড়ে বিশাল বিশাল বিলবোর্ড ও গাছপালা উপড়ে ফেলেছে । বহু ঘরে টিনের চাল উড়িয়ে নিয়ে দুরে ফেলে দিয়েছে। বড় বড় গাছ ঘরের চালের উপর ভেঙ্গে পরেছে। সাথে ছিল শিলাবৃষ্টি। এতে গুটি আম, পান, তরমুজ বাঙ্গিসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হবে বলে কৃষকরা জানান।
সরেজমিন ঘুরে দেখা যায়, শুক্রবার বিকালে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে রাজৈর উপজেলার স্বরমঙ্গল গ্রামের কুটি মুন্সী ও মজিবর খানের ঘরের উপর বড় আমগাছ পরে ভেঙ্গে গেছে । এছাড়াও কহিনুর বেগমের ঘরের টিন উড়ে গেছে। পলাশ শীলের বিল্ডিংয়ের দেয়াল ভেঙ্গে গেছে। কবিরাজপুর ইউনিয়নের ফারুক মাতুব্বরের বাজারের ঘরটি সম্পূর্ণ উড়ে গেছে। এছাড়াও বাজারের আরও কয়েকটি ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।
মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি টেকেরহাট জোনাল অফিসের ডিজিএম আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবারের কালবৈশাখী ঝরে বিদ্যুতের ১৪ টি খুঁটি ভেঙ্গে গেছে। এছাড়াও অসংখ্য স্থানে তার ছিড়ে পরেছে। আমরা বিদ্যুৎ সংযোগ চালু রাখার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছি।
রাজৈর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মাহবুব হোসেন জানান, উপজেলার স্বরমঙ্গল,বাজিতপুর, আমগ্রাম, ইশিবপুর, হোসেনপুর, সত্যবতীসহ বেশ কিছু এলাকায় কাল বৈশাখী ঝড়ে বাড়ী-ঘরসহ ফসলের ক্ষতি হয়েছে। আমরা চেয়ারম্যানদের মাধ্যমে ক্ষতিগ্রস্থদের তালিকা সংগ্রহ করে সাহায্যের ব্যবস্থা করব।