মাদারীপুরে চেয়ারম্যান প্রার্থীর স্ত্রী, শ্বাশুড়ী, মেয়েসহ ৫ জনকে লাঠিপেটার অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে আসন্ন চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ভোট চাওয়ায় চেয়ারম্যান প্রার্থীর স্ত্রী, শ্বাশুড়ী ও মেয়েসহ ৫ জনকে লাঠিপেটার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দী এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় মারাত্নক আহত বাজিতপুর ইউপির বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলামের স্ত্রী তিশা বেগম (৩০), মেয়ে ঢাবির শিক্ষার্থী প্রিয়াঙ্কা আক্তার (২০) ও শাশুড়ি সীমা বেগমকে (৫৫) রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মাচ্চর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও হামলার শিকার ভুক্তভোগীরা জানান, বাজিতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলামের (আনারস প্রতীক) পক্ষে বিকেলে ভোট চাইতে মাচ্চর এলাকায় যান তার স্ত্রী, শ্বাশুড়ী, মেয়েসহ কর্মী-সমর্থকরা। এ সময় প্রতিদ্বন্দী চেয়ারম্যান প্রার্থী হালিম ফকিরের (ঘোড়া প্রতীক) কর্মী-সমর্থকরা বাঁধা দেন। এতে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে সিরাজুল ইসলামের স্ত্রী, শ্বাশুড়ী, মেয়েসহ ৫ জনকে লাঠিপেটা করে হালিম ফকিরের সমর্থকরা এমন অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনার বিচার দাবী করেছেন ভুক্তভোগীরা।
সিরাজুল ইসলাম বলেন, ‘নির্বাচনে আধিপত্য বিস্তার ও নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে সাবেক মেম্বর ও বর্তমান চেয়ারম্যান প্রার্থী আবদুল হালিম আমাদের ওপর হামলা চালাচ্ছে। আমার স্ত্রী, মেয়ে ও শাশুড়িসহ লোকজন মাচ্চর এলাকায় প্রচারে গেলে তাদের উপর হামলা করা হয়। এব্যাপারে থানায় অভিযোগ দিয়েছি।’
অভিযোগের বিষয় জানতে চাইলে অপর চেয়ারম্যান প্রার্থী আবদুল হালিম ফকির বলেন, ‘আমার লোকজন কোনো প্রার্থীর সমর্থকদের ওপর হামলা করেনি। সিরাজুল তার পরাজয় জেনেই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে। যার কোনো ভিত্তি নেই।’
হামলার শিকার ঢাবি শিক্ষার্থী প্রিয়াঙ্কা আক্তার বলেন, ‘নির্বাচনে বাবার পক্ষে মঙ্গলবার প্রথম প্রচারে নেমেই মা ও নানীসহ আমরা হামলার শিকার হলাম। পুলিশ এসে আমাদের উদ্ধার করে। আমরা এ ঘটনার বিচার চাই।’
রাজৈর থানার ওসি শেখ সাদিক বলেন, ‘ওই এলাকায় ভোট চাইতে গেলে প্রতিদ্বন্দী প্রর্থীরা তাদের উপর হামলা চালায়। বাজিতপুরের ঘটনাটি পুলিশ তাৎক্ষণিক গিয়ে নিয়ন্ত্রণ করে।’ নির্বাচনী এলাকায় আমাদের পুলিশি টহল আছে।