নতুন-প্রবীণের সংমিশ্রন,মুক্তিযোদ্ধা পরিবার ও ত্যাগী নেতাদের মূল্যায়নে শিবচর আওয়ামী লীগের নতুন কমিটি

শিবচর বার্তা ডেক্সঃ

শিবচর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটিতে বেশ কয়েকজন নতুন ও তরুন নেতৃত্বকে স্থান করে দেওয়া হয়েছে। মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা আগের কমিটির কোষাধ্যক্ষ প্রবীণ আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা মোঃ শাজাহান মোল্লাকে সভাপতি ও আগের কমিটির ডা. মো: সেলিম মিয়া’কে পুনরায় সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেন। নতুন কমিটিতে একজন নারী সহ-সভাপতি পদসহ ৪জন নারী নেত্রীকে স্থান দেয়া হয়েছে। ৭০ দশক থেকে বিগত দলের দূর্দিনে যেসকল নেতাকর্মী আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের পরিবারের সদস্যদেরকে নতুন কমিটিতে স্থান পায়। উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির গুরুত্বপূর্ণ ৩৬টি পদের মধ্যে নতুন প্রজন্মের ১১জনকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়া হয়েছে। এছাড়া ৩৫টি কার্যকরী সদস্যদের মধ্যে ৬জনকে তুলে আনা হয়েছে বিগত সময়ে বিভিন্ন ইউনিয়নে যাঁরা গুরুত্ব পদে দলের কাজ করেছেন। বীরমুক্তিযোদ্ধা পরিবারের সন্তানকে দেওয়া হয়েছে “মুক্তিযোদ্ধা বিষয়ক” সম্পাদকের পদটি। উপদেষ্টা কমিটির ২৫জনের মধ্যে নতুন ৬জনই বিভিন্ন ইউনিয়নের ত্যাগী নেতা। এছাড়া প্রবাস জীবনে কর্মসংস্থানে থেকেও যারা দলের সাথে সম্পৃক্ত রয়েছেন। তাদের মধ্যে ২জনকে স্থান দেওয়া হয়েছে উপদেষ্টা কমিটিতে। নতুন-প্রবীণের সংমিশ্রনে এবং নারী নেত্রী, মুক্তিযোদ্ধা পরিবার ও দলের দূর্দিনে ত্যাগী নেতাদের মূল্যায়ন করে এই কমিটিতে স্থান দেওয়ায় বর্তমান কমিটিকে স্বাগত জানিয়েছেন শিবচরের রাজনৈতিক ও সচেতন মহল। দলের নতুন নেতৃত্বে আসা অনেক নেতাকর্মী দলে স্থান পেয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপিকে স্বাগত জানিয়েছেন।
শিবচর উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি নিম্নরূপ-
সভাপতি জনাব মোঃ শাহজাহান মোল্লা, সহসভাপতি জনাব আঃ লতিফ মুন্সী, জনাব মোঃ হাবিবুর রহমান, জনাব বি এম দেলোয়ার হোসেন, জনাব বি এম জাহাঙ্গীর হোসেন, জনাব মোঃ মোছলেম আলী আকন, জনাব মোঃ শাহজাহান চৌধুরী, জনাব মোঃ ইউনুস মোল্লা, জনাব মোঃ ফিরোজ হোসেন খান, জনাব মনোয়ারা বেগম। সাধারণ সম্পাদক- জনাব ডাঃ মোঃ সেলিম। যুগ্ম সাধারণ সম্পাদক- জনাব মোঃ মশিউর রহমান খান (মোস্তাক), বাবু প্রশান্ত কুমার রাহা, জনাব মোঃ রোমানউজ্জামান। আইন বিষয়ক সম্পাদক- জনাব এ্যাড. মোহাম্মদ আতাউল ইসলাম (বাবুল), কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক- জনাব সাইদুর রহমান বাবুল, তথ্য ও গবেষণা সম্পাদক- জনাব মেহেদী হাসান শওকত, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক- জনাব মোহসেন উদ্দিন, দফতর সম্পাদক- বাবু স্বপন কুমার রায়, ধর্ম বিষয়ক সম্পাদক- জনাব মোঃ আলাউদ্দিন মাদবর, প্রচার ও প্রকাশনা সম্পাদক- জনাব এ কে এম নাসিরুল হক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক- জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- জনাব চৌধুরী সুলতান মাহমুদ, মহিলা বিষয়ক সম্পাদক- জনাব ফাহিমা আক্তার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক- জনাব আলী রাজা খান, যুব ও ক্রীড়া সম্পাদক- জনাব মোহাম্মদ শহিদুল হাসান খান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক- জনাব মোঃ আইয়ুব আলী, শ্রম সম্পাদক- জনাব মোঃ সুরাব উদ্দিন মাতুব্বর, সাংস্কৃতিক সম্পাদক- জনাব মামুন অর রশিদ খান (পিটার), স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক- জনাব আয়শা সিদ্দিকা, সাংগঠনিক সম্পাদক (তিনজন)- (ক) জনাব শওকত হোসেন নান্নু, (খ) জনাব মোঃ আতিকুর রহমান মাদবর, (গ) জনাব মোঃ মোফাজ্জেল হোসেন খলিফা, সহ-দফতর সম্পাদক- জনাব মোঃ আফজাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক- প্রদ্যুৎ কুমার সরকার, কোষাধ্যক্ষ- জনাব আঃ আলীম মিয়া।
কার্যকরী সদস্য- জনাব নূর-ই-আলম চৌধুরী এম.পি, জনাব মুনির চৌধুরী, জনাব এ কে এমডি আঃ মজিদ মিয়া, জনাব আঃ লতিফ মোল্লা, জনাব মোঃ আওলাদ হোসেন খান, জনাব মোঃ শাহজাহান খান, জনাব এইচ. এম মোতালেব, জনাব মোঃ জাকির হোসেন (হায়দার), জনাব আতিকুর রহমান মুরাদ হাওলাদার, জনাব মোঃ সেলিম হাওলাদার, জনাব হাজী মোঃ ইসমাইল মিয়া, জনাব মোঃ ইব্রাহিম শিকদার, জনাব নিজাম উদ্দিন বেপারী, জনাব আবদুল হাই শিকদার, জনাব মোঃ জসিম উদ্দিন চৌধুরী, জনাব মফিজউদ্দিন আহম্মেদ, জনাব মোহাম্মদ কোহীনুর রহমান, জনাব আব্দুস সালাম মোড়ল, জনাব মোঃ জাকির হোসেন (লোকমান), জনাব মোঃ আবুল বাসার মিয়া, জনাব মোঃ রাজন মিয়া, জনাব আব্দুর রউফ সিকদার, জনাব মোঃ শাহ আলম তালুকদার (চাঁন মিয়া), জনাব মোঃ মানজার হোসেন, জনাব আলী আহম্মদ খান, জনাব মোঃ নুরুল হক সিকদার, জনাব বাবুল হোসেন হাওলাদার, জনাব মোঃ দেলোয়ার হোসেন, জনাব মোঃ আক্তারুজ্জামান, জনাব শ্যামল কুমার ধর, জনাব মোঃ শাজাহান মোল্লা, জনাব মোঃ দেলোয়ার হাওলাদার, জনাব মোঃ ওয়াসিম, জনাব মোঃ হামিদুল ইসলাম, জনাব আঃ আজিজ হাওলাদার।
উপদেষ্টা কমিটি- জনাব মোঃ মোছলেম উদ্দিন খান, জনাব আব্দুল কাদের উকিল, জনাব আ, ত, ম, গাজীউর রহমান মিঞা, জনাব এস এম আবদুল ওয়াহাব, জনাব সুলতান আহম্মদ, জনাব মোঃ সিরাজুল হক, জনাব এম. এ. কাশেম, জনাব বশির উদ্দিন আহমেদ, জনাব মোঃ শাহাজাহান হাওলাদার, জনাব মোঃ খবির উদ্দিন, জনাব মাহাবুবুর রহমান চৌধুরী, জনাব মোঃ আবদুল হামিদ হাওলাদার, জনাব তোফাজ্জেল সরদার, জনাব এ্যাডভোকেট বাহাউদ্দীন আহম্মেদ, জনাব মোঃ শাহজাহান মোল্লা, জনাব মোঃ গাউসুল আলম, জনাব আঃ জলিল মোল্লা, জনাব মোঃ লাল মিয়া মোল্লা, জনাব আবদুস সালাম (তারা) মিয়া, জনাব সাজেদা বেগম, জনাব সাখাওয়াত হোসেন, জনাব আবদুর রহিম মিয়া, জনাব আঃ মন্নান আকন, জনাব আবুল কাশেম খলিফা, জনাব ইমান হোসেন ঢালী।
উল্লেখ্য, গত রোববার (২৯ নভেম্বর) সকালে জেলার শিবচরে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটরিয়ামে শিবচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা সম্মেলনে সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শবনম জাহান শীলা, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র আওলাদ হোসেন খান প্রমুখ।
জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি মুঠোফোনে বলেন, দলে সবসময় নতুনদের স্থান করে কাজ করার সুযোগ দিতে হয়। নতুন-প্রবীণের সংমিশ্রনে এ কমিটি গঠন করা হয়। পাশাপাশি নারীরাও যাতে অগ্রণী ভূমিকা নিয়ে দলে কাজ করতে পারে সেজন্য নারীদেরকেও স্থান দেওয়া প্রয়োজন। বিগত সময়ে দলের দূর্দিনে মুক্তিযোদ্ধা পরিবার ও ত্যাগী নেতারা দলের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের মূল্যায়ন করে এই কমিটিতে স্থান দেওয়া হয়েছে।