মাদারীপুর প্রেসক্লাব ভবনের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন শাজাহান খান এমপি

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুর শহরের পৌরসভা ঈদগাহ-এর সামনে নতুন শহর এলাকায় অবস্থিত মাদারীপুর প্রেসক্লাব ভবনের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাজাহান খান এমপি। রোববার সকালে তিনি প্রেসক্লাব ভবনের উন্নয়ন কাজ পরিদর্শনে আসেন। এ সময় শাজাহান খান তিনতলা ভবনের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং ভবনের কাজ যাতে সুন্দর হয় সে বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানকে দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাজাহান হাওলাদার, মাদারীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব খান শিশির, বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস, কোষাধ্যক্ষ মনজুর হোসেন, দফতর সম্পাদক ফরিদ উদ্দিন মুপ্তিসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রোপাইটার মীর ফেরদৌস।
জানা গেছে, পাঁচতলা ভিতবিশিষ্ট প্রেসক্লাবের তিনতলা ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয় গত বছরের ২৭ আগস্ট। মাদারীপুরে জেলা পরিষদের অর্থায়নে ৯০ লাখ টাকা ৩০ হাজার টাকা ব্যয়ে প্রেসক্লাবের তিনতলা ভবনের তখন ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছিলেন শাজাহান খান এমপি।