মাদারীপুরে প্রতীক উন্মুক্ত, ১৪ ইউপি নির্বাচনে উৎসবমূখর পরিবেশে প্রচার-প্রচারণা

সুবল বিশ্বাসঃ
আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদারীপুর সদর উপজেলার ১৪ ইউপিতে প্রতীক উন্মুক্ত হওয়ায় প্রচার-প্রচারণা চলছে উৎসবমূখর পরিবেশ। এতে সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি বিরাজ করছে। পাশাপাশি প্রার্থীরাও নির্বিঘেœ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নানা প্রতিশ্র“তি দিয়ে তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গ্রাম-গঞ্জের রাস্তা-ঘাট চেয়ারম্যান-মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা প্রার্থীদের পোষ্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে। নিজ নিজ প্রার্থীর কর্মী-সমর্থকরা দলে দলে লিফলেট হাতে নিয়ে ভোটরদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থী ও তাদের সমর্থকরা ভোট চেয়ে বেড়াচ্ছেন। দুপুরের পর থেকে নারী কর্মীদের পদচারণায় মূখর হয়ে উঠছে পাড়া মহল্লা। এবার দলীয় প্রতীক উন্মুক্ত হওয়ায় প্রার্থীর সংখ্যাও অনেক বেশি। সকলকেই জয়ের ব্যাপারে আশাবাদী। এখন পর্যন্ত কোন ধরণের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন রয়েছে কঠোর অবস্থানে। প্রতিটি ইউনিয়নে আইন-শৃঙ্খলারক্ষা বাহিনীর নজরদারী চোখে পড়ার মতো। সব মিলিয়ে উন্মুক্ত প্রতীকের নির্বাচনকে স্বাগত জানিয়েছেন সাধারণ ভোটার ও সচেতন মহল।
মাদারীপুর সদর উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলার ১৪ ইউপিতে প্রতীক উন্মুক্ত হওয়ায় প্রার্থীর সংখ্যা বেশি। এ সকল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭১, সাধারণ সদস্য পদে ৩৫৬ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাস্তি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯, সাধারণ সদস্য ২৫ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন। খোয়াজপুর ইউনিয়নে চেয়ারম্যান ৭, সাধারণ সদস্য ২৯ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন। দুধখালী ইউনিয়নে চেয়ারম্যান ২, সাধারণ সদস্য ২৩ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন। কালিকাপুর ইউনিয়নে চেয়ারম্যান ৪, সাধারণ সদস্য ২৪ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮জন। পাঁচখোলা ইউনিয়নে চেয়ারম্যান ৫, সাধারণ সদস্য ৩১ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯জন। ধুরাইল ইউনিয়নে চেয়ারম্যান ৫, সাধারণ সদস্য ২৪ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭জন। বাহাদুরপুর ইউনিয়নে চেয়ারম্যান ৩, সাধারণ সদস্য ২০ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪জন। কেন্দুয়া ইউনিয়নে চেয়ারম্যান ৭, সাধারণ সদস্য ৩৫ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন। ঝাউদী ইউনিয়নে চেয়ারম্যান ২, সাধারণ সদস্য ২৭ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন। ছিলারচর ইউনিয়নে চেয়ারম্যান ৫, সাধারণ সদস্য ২২ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯জন। মস্তফাপুর ইউনিয়নে চেয়ারম্যান ৪, সাধারণ সদস্য ৩০ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩জন। শিরথাড়া ইউনিয়নে চেয়ারম্যান ৬, সাধারণ সদস্য ২০ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন। কুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান ৭, সাধারণ সদস্য ২৬ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন। পেয়ারপুর ইউনিয়নে চেয়ারম্যান ৫, সাধারণ সদস্য ২০ এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬জন। ১৪ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২লাখ ২১ হাজার ৮৩১জন। এর মধ্যে পুরুষ ১লাখ ১৪ হাজার ৪৯৪ এবং মহিলা ১লাখ ৭হাজার ৩৩৭জন।
সচেতন মহলের প্রতিনিধি আক্তার হোসেন বাবুল বলেন, ‘সদর উপজেলার ১৪ ইউপি নির্বাচনে এবার আওয়ামী লীগ দলীয় প্রতীক উন্মুক্ত করায় প্রার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের নিজ নিজ পক্ষে প্রচার চালাতে পারছেন। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ খুবই ভালো রয়েছে। পক্ষে-বিপক্ষে ছোট-খাটো দু‘একটি অভিযোগ ছাড়া কোন ধরণের সহিংস ঘটনা ঘটেনি। আওয়ামী লীগ দলীয় প্রতীক উন্মুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাদারীপুর-২ আসনের এমপি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খানকে অভিনন্দন জানাই। আশা করি আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হবে।’
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুদ্দিন গিয়াস বলেন, আমাদের মাদারীপুর সদরে ১৪ ইউনিয়নে ১৩১টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে জনগণের ভোট প্রদানের লক্ষে ২০জন ম্যাজিস্ট্রেট, ৬ প্লাটুন বিজিবি, পর্যাপ্ত পুলিশ ফোর্স, র‌্যাব, আনসার ব্যাটেলিয়ানের সদস্য, আনসার ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। এখন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। কোন ধরণের সহিংস ঘটনার অভিযোগ পাওয়া যায়নি। আশা করি নির্বাচন উৎসবমূখর পরিবেশে শান্তিপূর্নভাবেই সম্পন্ন হবে।’