মাদারীপুরে পেট্টোল ঢেলে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ২ টি গরুর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে পেট্টোল দিয়ে ধরিয়ে দেয়া আগুনে গোয়ালঘরে থাকা দুটি গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আরো দুটির গাভীর দেহের ৯০ ভাগ পুড়ে যাওয়ায় অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন ক্ষতিগ্রস্থ খামারী ও এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে সদর মডেল থানা পুলিশ।
পুলিশ ও ক্ষতিগ্রস্থ পরিবার জানায়, মাদারীপুর সদরের পুটিয়া গ্রামের নান্নু হাওলাদার নিজ বাড়িতে গড়ে তোলেন গোয়ালঘর। ব্যাংক ঋণ নিয়ে ৪টি গরু পালন করে সাবলম্বী করেন। কোরবানীর জন্য একটি রাখাসহ ৪টি গরুকে রাতের খাবার দিয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। রাত তিনটার দিকে আগুনের লেলিহান শিখা দেখতে পান বাড়ির লোকজন। চিৎকার চেচামেচির একপর্যায়ে এলাকাবাসী দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগেই পেট্টোলের আগুনে দুটি গরু পুড়ে মারা যায়। গুরুতর আহত হয় আরো দুটি গাভী। ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে পেট্টোল দিয়ে গোয়ালঘরে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকাবাসী। খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শণ শেষে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।