মাদারীপুরে করোনায় নতুন আক্রান্ত নেই, হোম আইসোলেশনে শিবচরে সন্তানসহ নারী চিকিৎসক

শিবচর বার্তা ডেক্স :
মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন কোন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। শিবচরে হোম আইসোলেশনে রয়েছে ৭ বছরের শিশু কন্যাসহ এক নারী চিকিৎসক। ওই নারী চিকিৎসকের স্বামী ঢাকায় আইসোলেশনে রয়েছে। তিনিও পেশায় একজন চিকিৎসক। নারায়নগঞ্জে প্রাকটিস করতেন। তার সংস্পর্শে আসায় তার স্ত্রী ও সন্তান আক্রান্ত হয়। এ ছাড়া মাদারীপুরে আইসোলেশনে রয়েছে ৮ জন। নতুন করে কাউকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়নি। এছাড়া কোন ব্যক্তির হোম কোয়ারেন্টাইন শেষও হয়নি। গত ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত ২ শ ৮৮ জনের নমুনা করোনা ভাইরাস পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। যার মধ্যে ২ শ ১৭ জনের রিপোর্ট পাওয়া গেছে।
মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মীর রিয়াজ আহমেদ জানান, গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি। ২৪ ঘন্টায় কাউকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়নি আর কোন ব্যক্তির হোম কোয়ারেন্টাইন শেষও হয়নি। একজন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন। বর্তমানে আইসোলেশনে আছেন ৮ জন। এর মধ্যে মাদারীপুর সদর হাসপাতালে ৫ জন, কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রয়েছে। এছাড়া শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক ও তার ৭ বছরের শিশু কন্যা হোম আইসোলেশনে রয়েছেন। জেলায় নতুন শনাক্ত না থাকায় মোট আক্রান্ত সংখ্যা পূর্বের ২৫ জনই রয়েছে। এর মধ্যে শিবচর উপজেলার ১৭ জন, সদর উপজেলায় ৫ জন, রাজৈর উপজেলায় ২ জন এবং কালকিনির ১ জন। শিবচরের আক্রান্ত ১৭ জনের মধ্যে ১২ জন ইতমধ্যেই সুস্থ হয়ে ছাড়পত্র পেয়ে নিজ বাড়িতে ফিরে গেছে।