মাদারীপুরে অগ্নিকান্ডে শতবর্ষী ঐতিহ্যবাহী ৩ টি মিষ্টির দোকান ভস্মিভূত

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে আগুনে পুড়ে গেছে শত বছরের পুরনো ঐতিহ্যবাহী তিনটি মিষ্টির দোকান। শনিবার রাত ৩টার দিকে শহরের পুরাতন কোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ দোকান তিনটি হলো, জীবন মিষ্টান্ন ভান্ডার, সাহা মিষ্টান্ন ভান্ডার ও বনফুল মিষ্টান্ন ভান্ডার।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে জীবন মিষ্টান্ন ভান্ডার থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে প্রথমে আগুনে সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী শাহিন মিয়া বিষয়টি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এ সময় কারখানার ভেতর আটকা পড়ে ৬ শ্রমিক-কর্মচারী। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আটকা শ্রমিক ও কর্মচারীদের উদ্ধার করে এবং একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনে। এরআগেই জীবন মন্ডলের জীবন মিষ্টান্ন ভান্ডার, গৌরাঙ্গ সাহার সাহা মিষ্টান্ন ভান্ডার ও মানিক সাহার বনফুল মিষ্টান্ন ভান্ডারের ভেতরের সব মালামাল পুড়ে যায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের। সরকারিভাবে আর্থিক সহযোগিতা চেয়েছেন ক্ষতিগ্রস্থরা।