আন্তর্জাতিক শ্রীমদ্ভগবদগীতা অনুশীলন সংঘ মাদারীপুর জেলার তৃতীয় সভা অনুষ্ঠিত

সুবল বিশ্বাস, মাদারীপুর  :
মাদারীপুরের পুরান বাজার শ্রীশ্রী রাধা-গোবিন্দ কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে আন্তর্জাতিক শ্রীমদ্ভগবদগীতা অনুশীলন সংঘের তৃতীয় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মন্দির কমিটির সভাপতি বাবুল চন্দ্র দাসের সার্বিক ব্যবস্থাপনায় এবং আন্তর্জাতিক শ্রীমদ্ভগবদগীতা অনুশীলন সংঘের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভারত সেবাশ্রম সংঘ, মাদারীপুর প্রণব মঠের অধ্যক্ষ স্বামী সত্যপ্রিয়ানন্দ (জীবন মহারাজ)। সংগঠনের জেলা শাখার সভাপতি হরিপদ দাসের সভাপতিত্বে শুক্রবার সভা শুরু হয় শ্রীমদ্ভগবদগীতা পাঠের মধ্যদিয়ে। পরিত্র গীতা পাঠ করেন শ্যামলী রাণী মন্ডল।
সভায় আন্তর্জাতিক শ্রীমদ্ভগবদগীতা অনুশীলন সংঘের আদর্শ ও উদ্দেশ্য, ভবিষ্যৎ করণীয় পরিকল্পনার নানা প্রস্তাবনা এবং তা বাস্তবায়নের দিক নির্দেশনা তুলে ধরে বক্তব্য রাখেন কমলেশ চন্দ্র গোস্বামী, তাপস কুমার দাস, রামকৃষ্ণ পাল, কবি দুলাল মন্ডল, প্রভাষ চন্দ্র অধিকারী, অনীল চন্দ্র দত্ত, সুনীল কুমার হালদার, নির্মলানন্দ বিশ্বাস, রমেন চন্দ্র, গৌরাঙ্গ বিশ্বাস প্রমুখ। সভা সঞ্চালনার দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক শ্রীমদ্ভগবদগীতা অনুশীলন সংঘ মাদারীপুর জেলার সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস (লব)। সভা শেষে উপস্থিত অতিথি ও ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।