ফেরি চালানোর সময় কথা বলা যাবে না-বিআইডব্লিউটিসি চেয়ারম্যান

ফেরি চালানোর সময় কারও সঙ্গে কথা বলা যাবে না। অত্যন্ত মনোযোগ দিয়ে নৌপথে ফেরি চলাতে হবে।

তাহলে ফেরিতে কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরির নাবিকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা রিভারভিউ হোটেল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিআডব্লিউটিসির চেয়ারম্যান বলেন, সম্প্রতি পদ্মা সেতুতে কয়েক দফা ফেরির ধাক্কা লাগার ঘটনা অনাকাঙ্ক্ষিত। তবে নাবিকরা যদি আরও দক্ষ ও মনোযোগী হতো তাহলে এরকম ঘটনা হয়তো ঘটতো না। এজন্য ফেরির নাবিক, সুকানি, মাস্টারকে নিয়ম মেনে নৌপথে ফেরি চালাতে হবে।

কর্মশালায় জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় ফেরির নাবিক, ইঞ্জিন মাস্টার, সুকানিসহ মোট ২৪ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।