মাদারীপুরে বিপুল পরিমানে দেশীয় অস্ত্রসহ সরকারী কর্মচারী আটক

কালকিনি প্রতিনিধি :
মাদারীপুরের কালকিনিতে মোঃ সবুজ তালুকদার-(২৮) নামের একজন সরকারি কর্মচারিকে বিপুল পরিমানে দেশীয় অস্ত্রসহ আটক করেছে থানা পুলিশ। সে গাজীপুর ক্যান্টইনমেন্ট স্কুল এন্ড কলেজের কম্পিউটর অপারেটর। সে উপজেলার আলীনগর এলাকার ফুলবাড়িয়া গজারিয়া গ্রামের মোঃ হাচেন তালুকদারের ছেলে। শুক্রবার গভীর রাতে পুলিশ তাকে আটক করে।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি থানার এস.আই খান মোঃ জোবায়ের পি.পি.এমের নেতৃত্বে পুলিশের একটি দল শুক্রবার রাতে উপজেলার আলিনগর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানকালে গভীর রাতে সবুজ তালুকদারকে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। এমসয় তার কাছ থেকে ১৩টি রামদা, ২টি ঢাল ও ১১ টি প্লাস্টিকের লাঠি উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরন করে পুলিশ।
কালকিনি থানার ওসি মোঃ নাছির উদ্দিন মৃধা বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আলীনগর ইউনিয়নের হাচেন তালুকদারের ঘরে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য অস্ত্র জমা করা হয়েছে। পরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করি এবং সবুজ তালুকদারকে আটক করি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।