মাদারীপুরে পালরদী নদী থেকে অবৈধ ড্রেজার পাইপ ধ্বংশ

কালকিনি প্রতিনিধি :
মাদারীপুরের কালকিনিতে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে পালরদী নদীর বিভিন্নস্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহূত বেশ কিছু ড্রেজারের পাইপ ভেঙ্গে ধ্বংশ করা হয়। এদিকে ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনকালীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান বলেন, পালরদী নদীতে অভিযান চালিয়ে বেশ কিছু ড্রেজারের পাইপ ভেঙ্গে ফেলা হয়েছে। অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।