প্রবল স্রোতে শিমুলিয়া ঘাটে ভাঙন, ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

পদ্মার ভাঙনে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়ার ৩ নম্বর রো রো ঘাট দিয়ে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। পদ্মা এরই মধ্যে কেড়ে নিয়েছে ওই ঘাটের মসজিদসহ অনেক দোকান। হুমকির মুখে রয়েছে ভিআইপি ফেরিঘাটও। যেকোনো সময় সেটিও বন্ধ হয়ে যেতে পারে। ফলে ঈদে ঘরমুখো যাত্রীদের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে দুর্ভোগে পড়তে হচ্ছে। বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম মো. শফিকুল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার দুপুরে হঠাৎ পদ্মায় ঘূর্ণাবর্তে ৩ নম্বর রো রো ফেরিঘাট সংলগ্ন পশ্চিম পাশে ভাঙন দেখা দেয়। এ সময় ৩ নম্বর ঘাটের মসজিদসহ অনেক দোকানপাট ও টয়লেট ভবনের একাংশ নদীতে বিলীন হয়ে যায়। ফেরিঘাটটির রাস্তাও ভাঙনের কবলে পড়ে। পরে ফেরিঘাটটি বন্ধ করে দেওয়া হয়। পদ্মায় প্রবল স্রোতের কারণে এখন রো রো ফেরিই একমাত্র ভরসা। রো রো ফেরি অন্য ঘাটে ভেড়ানো সম্ভব নয়। তাই ঈদে রো রো ফেরি চলতে না পারলে যানবাহন পারাপারে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। তিনি যাত্রীদের এই নৌপথ পরিহার করার পরামর্শ দিয়েছেন। এদিকে বিআইডাব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী (প্রকৌশল) হারিচ আহমেদ পাটুয়ারী বলেন, ‘পদ্মার ভাঙনে ৩ নম্বর রো রো ফেরিঘাট সংলগ্ন একাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমরা বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে চেষ্টা চালাচ্ছি। প্রাথমিকভাবে ১০ হাজার বালুভর্তি জিও ব্যাগ ফেলা হবে। আজ রাতের মধ্যেই এ জিও ব্যাগ ফেলার কাজ শুরু হবে। আশা করছি, ভাঙন রোধ করা সম্ভব হবে।’