আজো বাংলাবাজার-শিমুলিয়া রুটে কর্মস্থমুখো যাত্রী চাপ

শিবচর বার্তা ডেক্স :
বৃহস্পতিবারও বাংলাবাজার ঘাট হয়ে ঢাকাসহ কর্মস্থলে ফেরা যাত্রীদের চাপ ছিল। সকালে চাপ কিছুটা কম থাকলেও দুপুরের পর যাত্রীদের চাপ বৃদ্ধি পায়। তবে গত কয়েকদিনের তুলনায় ফেরিগুলো লোড হতে এদিন বেশি সময় লাগে। ফেরিতে অতিরিক্ত গাদাগাদি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে দেখা যায়। এদিনও প্রচন্ড গরমে বেশ কয়েকজন যাত্রী অসুস্থ্য হয়ে পড়ে। এদিকে দূর পাল্লার বাস বন্ধ থাকায় কয়েকগুন ভাড়া গুনে দু চাক্কার মটরসাইকেল, ৩ চাক্কার ইজিবাইক থ্রী হুইলার, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনে চরম ঝূকি নিয়ে গন্তব্যে পৌছাচ্ছেন যাত্রীরা।
জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই শিমুলীয়া-বাংলাবাজার নৌরুট হয়ে দক্ষিনাঞ্চলের যাত্রীরা কর্মস্থলে ফিরতে শুরু করে। সকালে চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যাত্রীচাপ বৃদ্ধি পায়। তবে গত কয়েকদিনের তুলনায় এদিন যাত্রী চাপ কম ছিল। আগে যেখানে ফেরিগুলো লোড হতে ১০-১৫ মিনিট সময় লাগতো সেখানে এদিন ৩০-৪০ মিনিট সময় লাগে। অপরদিকে শিমুলিয়া থেকেও এখনো অনেক যাত্রী দক্ষিনাঞ্চলের জেলাগুলোতে যেতে দেখা গেছে। ফেরিতে অতিরিক্ত গাদাগাদি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের নজরদারি করতে দেখা গেছে। প্রচন্ড গরমে এদিনও কয়েকজন যাত্রী অসুস্থ্য হয়ে পড়েন। এদিকে দূর পাল্লার বাস বন্ধ থাকায় যাত্রীরা কয়েকগুন ভাড়া গুনে দু চাক্কার মটরসাইকেল, ৩ চাক্কার ইজিবাইক থ্রী হুইলার, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনে চরম ঝূকি নিয়ে গন্তব্যে পৌছাচ্ছেন।
শিবচর থানার অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেন বলেন, যাত্রীদের নিরাপত্তায় ঘাটে পর্যাপ্ত পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ফায়ার সার্ভিস, মেডিকেল টিমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের সদস্যরা নিয়োজিত রয়েছেন। ফেরিগুলোতে যেন অতিরিক্ত গাদাগাদি করে যাত্রীরা না উঠেন সেই দিকে কঠোর নজরদারী রাখা হচ্ছে। যাত্রীরা যাতে নির্বিঘ্নে গন্তব্যে পৌছতে পারেন সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।