কাঠালবাড়ি ঘাট অসম্পন্ন বাংলাবাজারে স্থানান্তর শুরু

অপূর্ব দাস, কমলেশ ধর ও কমল রায়ঃ
পদ্মা সেতুর নদী শাষনের জন্য শিমুলিয়া-কাঠালবাড়ি রুটের কাঠালবাড়ি ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটটি বাংলাবাজারে স্থানান্তরের কাজ শুরু হয়েছে। সোমবার সকালে ২টি ফেরি ঘাট বাংলাবাজারে স্থানান্তর করে ফেরি সার্ভিস শুরু হয়। নতুন এ ঘাট থেকে শিমুলিয়ার দূরত্ব আধা কিলোমিটার বেড়ে গেল। আগামীকালের মধ্যে আরো ২টি ঘাট কাঠালবাড়ি স্থানান্তর করা হবে। কয়েকদিনের মধ্যে লঞ্চ,স্পীডবোট ঘাটসহ টার্মিনালগুলো বাংলাবাজারে স্থানান্তর করা হবে। নতুন এ ঘাটটি দৈর্ঘ্য প্রস্থ্যে দেড় লাখ মিটার। এটি নির্মানে ব্যয় হচ্ছে ৪০ কোটি টাকা। নতুন এ ঘাটেও ৪টি ফেরি ঘাট স্থাপন করা হচ্ছে। তবে ঘাটের কাজ সম্পূর্ন সম্পন্ন হয়নি।
বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা আহমেদ আলী বলেন, পদ্মা সেতুর নদী শাষনের জন্য শিমুলিয়া ঘাট বাংলাবাজার স্থানান্তর করা হচ্ছে। আজ দুটি ঘাটে ফেরি চলছে। কাল থেকে ৪টি ঘাটে চলবে।