১০ জানুয়ারি সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ , বেলা ১২ টায় আওয়ামীলীগ সংসদীয় পার্টির সভা – চীফ হুইপ লিটন চৌধুরী

মো: আবু জাফর, মিঠুন রায় ও মিশন চক্রবর্ত্তী :

জাতীয় সংসদের চীফ হুইপ, আওয়ামীলীগ পার্লামেন্টারি পার্টির সাধারন সম্পাদক ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ৭ বারের নির্বাচিত সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী বলেছেন, আগামীকাল ১০ জানুয়ারি দ্বাদশ সংসদের আওয়ামীলীগ নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরবর্তিতে সকালেই স্বতন্ত্রসহ অন্যান্য দলের সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। এরপর বেলা ১২ টায় আমাদের আওয়ামীলীগের পার্লামেন্টারি পার্টির সভা অনুষ্ঠিত হবে। পরবর্তিতে বিকেলে পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্তের আলোকে রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের জন্য বলা হবে। সরকার গঠনের প্রক্রীয়া শুরু হবে। মঙ্গলবার মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়ায় নিজ বাড়িতে চীফ হুইপের পিতা সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাতীয় সংসদের চীফ হুইপ এসব কথা বলেন। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরীসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চীফ হুইপ আরো বলেন, আজ গেজেট হওয়ার পর শপথ অনুষ্ঠিত হবে। শপথ হওয়ার পর সরকার গঠন করার জন্য রাষ্ট্রপতি যখন সম্মতি দেবে তারপর কেবিনেট ।
বিরোধী দলের ব্যাপারে প্রশ্ন করা হলে চীফ হুইপ বলেন, বিরোধী দলের ব্যাপারেতো সরকারি দলের করনীয় কিছু নাই। বিরোধী দলের যারা আছে তারা মিলে সংবিধানের আলোকে ঠিক করবে।