মাদারীপুরে পৃথক স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে পৃথক স্থানে বজ্রপাতে ২ জনের মৃতু হয়েছে। সোমবার বিকেলে জেলা শহর ও কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের রামারপোল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাদারীপুর শহরের আজমেরী মিষ্টান্ন ভান্ডারের কর্মচারী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়মের শিমুলবাড়ি গ্রামের নগেন বল্বভের ছেলে সঞ্জিব বল্বভ (৩৫) ও কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের রামারপোল গ্রামের শ্রবণ প্রতিবন্ধী জসিম হোসেন (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে কাজ শেষে আড়িয়াল খাঁ নদে গোসল করতে যান সঞ্জিব ও দিগেন। এসময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সঞ্জিব বল্বভকে মৃত ঘোষণা করেন। দিগেন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আবু সফর হাওলাদার বলেন, বজ্রপাতের শিকার ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
মাদারীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অপরদিকে সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোল্লার হাট রামারপোল গ্রামের হান্নান হওলাদারের ছেলে জসিম বজ্রপাতে নিহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মনির আকন জানান, জসিম হাওলাদার গোয়ালঘরে গরু বাঁধতে গেলে আকস্মিক বজ্রপাত হয়। পরে তার মা ছুটে গিয়ে ছেলেকে ধরতে গেলে জসিম মাটিতে লুটিয়ে পরে। আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই জসিম হওলাদারের মৃত্যু হয়।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন,বিকেলে বৃষ্টির সময়ে কয়ারিয়া ইউনিয়নের রামারপোল গ্রামের জসিম নামে এক শ্রবণ প্রতিবন্ধী গোয়ালে গরু বাঁধতে গিয়ে বজ্রপাতে আহত হলে দ্রুত তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।