শিবচরে দূর্গা পূজার আগেভাগেই নিরাপত্তা গ্রহন, চীফ হুইপের পরিদর্শনের দিন দেশসেরা আয়োজনের প্রস্তুতি

শিবচর বার্তা ডেক্স :
শিবচরে শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্নভাবে সম্পন্নের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যেগে পৃথক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এবার পূজার আগেভাগেই পূজা মন্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এবার পূজাতেও জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর পূজা মন্ডপ পরিদর্শনের কথা রয়েছে। সেদিন সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর মন্দিরে দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান এর কনসার্টসহ দেশসেরা আয়োজনের প্রস্তুতির কথা জানান পূজা পরিষদ নের্তৃবৃন্দ।
জানা যায়, আসন্ন শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৃহস্পতিবার সকালে প্রশাসনের উদ্যেগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন , পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নের্তৃবৃন্দ ও পূজারীদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। একই দিন বেলা ১২ টায় শিবচর থানায় প্রস্তুতিমূলক সভার আয়োজন করে পুলিশ প্রশাসন। সভা দুটিতে এ বছর পূজা শান্তিপূর্নভাবে সম্পন্নের লক্ষ্যে পূজা মন্ডপগুলোতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে পর্যাপ্ত পুলিশ, র‌্যাব, ভ্রাম্যমান আদালত, আনসারসহ বিপুল সংখ্যক আইনশৃংখলা বাহিনী নিয়োজিত রাখাসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। মন্ডপগুলোতে এখন থেকেই নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানান সংশ্লিষ্টরা। পৃথক প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার রব্বানী হোসেন, ওসি সুব্রত গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত কুমার রাহা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারন সম্পাদক শংকর ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদ সহ সভাপতি স্বপন রায়, প্রেস ক্লাব ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নের্তৃবৃন্দসহ বিভিন্ন মন্ডপের পূজারীবৃন্দ উপস্থিত ছিলেন।