মাদারীপুর উৎসব উপলক্ষে শিবচরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শিবচর বার্তা ডেক্স :
মাদারীপুর উৎসব-২০২৩ উপলক্ষে শিবচরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর উৎসব উপলক্ষে শিবচরে ৩ দিনের অনুষ্ঠানমালা সাজানো হয়েছে। ২৪ জানুয়ারী বিকেল ৩ টায় শিবচরে ইলিয়াস আহমেদ চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও সন্ধা ৬ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২৫ জানুয়ারী বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে কবিতা উৎসব আর ৩১ জানুয়ারী সকাল ১০ টায় “স্মার্ট শিবচর” উদ্বোধন, সাড়ে ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এফ.আর.খান উদ্যোক্তা সম্মেলন ও জব ফেয়ার এবং সন্ধা ৬ টায় সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
জানা যায়, মাদারীপুর উৎসব-২০২৩ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় আগামী ২০ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারী পর্যন্ত মাদারীপুর উৎসব উৎসবমুখর ও শান্তিপূর্নভাবে উদযাপনের লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। এসময় শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, ফাহিমা আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা জানান মাদারীপুর উৎসব উপলক্ষে আগামী ১৯ জানুয়ারী মাদারীপুর সদরসহ প্রতিটি উপজেলায় র‌্যালী অনুষ্ঠিত হবে। ২০ জানুয়ারী মাদারীপুর আচমত আলী খান স্টেডিয়ামে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ মাদারীপুর এর উদ্বোধন, মাদারীপুর উৎসব-২০২৩ এর উদ্বোধন, মাদারীপুর শিল্প ও বানিজ্য মেলা-২০২৩ উদ্বোধন, চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন চিত্রকর্ম প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২১ জানুয়ারী মাদারীপুর সমন্বিত সরকারি অফিস ভবনের মাল্টিপারপাস হলে জেলা প্রশাসক গোল্ডকাপ আর্ন্তজাতিক দাবা টুর্নামেন্ট, পুলিশ লাইনস মাঠে আচমত আলী খান গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট, বাংলাদেশ টেনিস ফেডারেশন ঢাকা ও মাদারীপুর টেনিস ক্লাব মাঠে জেলা প্রশাসক জাতীয় লন টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ২২ জানুয়ারী কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে ডা. জোহরা কাজী গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট, রাজৈর উপজেলা পরিষদে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা অনুষ্ঠান “প্রজন্মকে জানি” ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২৩ জানুয়ারী রাজৈরে বালিকাদের শহীদ সরোয়ার হোসেন বাচ্চু হ্যান্ডবল টুর্নামেন্ট, মাদারীপুর সদরে ইলা মজুমদার গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট, আচমত আলী খান স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২৪ জানুয়ারী মাদারীপুর মোস্তফাপুর গোল চত্ত্বর থেকে শকুনী লেক পর্যন্ত ভাষা সৈনিক ডা: গোলাম মাওলা মিনি ম্যারাথন, শিবচরে ইলিয়াস আহমেদ চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২৫ জানুয়ারী শিবচরে কবিতা উৎসব, ডাসারে সুনীল গঙ্গোপাধ্যায় গোল্ডকাপ ভলিবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২৭ জানুয়ারী থেকে ২৮ জানুয়ারী জেলার সকল উপজেলায় “পিঠা উৎসব” ও সন্ধায় আচমত আলী খান স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২৮ জানুয়ারী কালকিনিতে কৃষক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২৯ জানুয়ারী জেলা শিল্পকলা একাডেমিতে সাহিত্য সম্মেলন ও আচমত আলী খান স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৩০ জানুয়ারী জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ মাঠে স্কাউটস সম্মেলন ও আচমত আলী খান স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৩১ জানুয়ারী শিবচরে স্মার্ট শিবচর উদ্বোধন, এফ.আর.খান উদ্যোক্তা সম্মেলন ও জব ফেয়ার এবং সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।