বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খানের জানাজায় মানুষের ঢল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

রিপোর্টঃ মোঃ আবু জাফর ও মিঠুন রায়: ছবি: টুকু মুন্সীঃ
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, মুক্তিযুদ্ধকালীন ৭ থানা এরিয়া কমান্ডার, শিবচর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য এবং শিবচর পৌরসভার প্রথম প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খানের(৮২) জানাজায় হাজারো মানুষের ঢল নামে। মঙ্গলবার বাদ যোহর শিবচর শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এরআগে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া হয়। উপজেলা পরিষদ ও প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, জেলা পরিষদ,মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পার্ঘ্য দেয়া হয়। জানাজায় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, তার বড় দুই ভাই ফিরোজ কবির চৌধুরী লিখন, নাসিরুদ্দিন চৌধুরী রিপন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হাবিবুর রহমান সিরাজ, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ লতিফ মোল্লা, মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান খান, শিবচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিমসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিরা, জেলা উপজেলার বীর মুক্তিযোদ্ধারাসহ সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন । জানাজার নামাজ পরিচালনা করেন ঐতিহ্যবাহী বাহাদুরপুর পীর মঞ্জিলের গদীনশীন পীর বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান। জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধার পারিবারিক কবরাস্থানে দাফন সম্পন্ন হয়। বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম উদ্দিন খান সোমবার সকাল ১১টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ।