আওয়ামী লীগ আমলে সকল সম্প্রদায়ের মানুষ ধর্মীয় অনুষ্ঠান উৎসবের সাথে পালন করে:শিবচরে চীফ হুইপ

শিব শংকর রবিদাস, মোঃ আবু জাফর, মিঠুন রায়ঃ
জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেছেন-জননেত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় আছে সকল সম্প্রদায়ের মানুষ যার যার ধর্মীয় অনুষ্ঠান নিরাপত্তার সাথে আনন্দ সহকারে পালন করতে পারে এটা আজ প্রমানিত। আমরাও চাই ধর্ম বর্ণ সবাই মিলে বাংলাদেশকে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে তুলবো। একটি উন্নত বাংলাদেশে আমরা নিয়ে যাবো। এই দলের মধ্যে কোন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ভেদাভেদ নেই। যে যোগ্য তাকেই আমরা যোগ্যতার আসনে বসিয়ে কাজ করার সুযোগ করে দিবো। সোমবার দুপুরে মাদারীপুরের শিবচর পৌরসভার ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাঁধা গোবিন্দ জিউর মন্দিরে দূর্গা পূজা উপলক্ষে হিন্দু ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ এসব কথা বলেন। এদিন চীফ হুইপ বন্দরখোলা ইউনিয়নে নব নির্মিত আব্দুল খালেক মিয়া সেতু উদ্বোধন, দত্তপাড়ায় ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের ৪ তলা ভিত  বিশিষ্ট নাজিউর রহমান মঞ্জু একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই), জেলা পরিষদ চেয়ারম্যানের মা মরহুমা হোসনে আরা চৌধুরী ও দ্বিতীয়খন্ড ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মাহফুজুর করিম তালুকদারের কবর জিয়ারত করেন।এসময় মাদারীপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আ: লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান বিএম আতাউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, পৌরসভা আওয়ামীলীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান, সাধারন সম্পাদক শংকর ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত কুমার রাহা,জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি স্বপন রায় ,প্রেস ক্লাব ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মন্দিরটির সভাপতি(ভারপ্রাপ্ত) শ্রী অমুল্য কুন্ডু।
হিন্দু ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ আরো বলেন, অল্প সময়ের মধ্যে আমাদের পদ্মা সেতুর কাজ শেষ হয়ে যাবে। রেল লাইনের কাজও শেষ হয়ে যাবে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে এখন অনেক ভাল অবস্থানে রয়েছে। এই করোনার সময়ে অনেকেই অনেক কথা বলেছিল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক সিদ্ধান্তের কারনে, আওয়ামীলীগ নেতাকর্মী, সরকারী কর্মকর্তা, চিকিৎসকসহ সকলের পরিশ্রমের কারনে আজ আমরা সুফল পেতে শুরু করেছি। বর্তমানে একদিকে আমাদের করোনার হার কমে গেছে অন্যদিকে আমাদের পাশর্^বর্তী অন্যান্য বড় বড় দেশের অর্থনীতি যখন নিচের দিকে নেমে গেছে  এখনও আমাদের অর্থনীতি উপরের দিকে রয়েছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে।