মাদারীপুরে অস্ত্র ও মাদকসহ তিন জেলার ৬ ডাকাত গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের হাওড়ভাঙ্গা এলাকা থেকে পাইপগান, গুলি ও ইয়াবাসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে রাজৈর থানা পুলিশ। আটককৃত ডাকাতদের স্বীকারোক্তিতে চাঞ্চল্যকর একটি ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন হওয়ায় সংবাদ সম্মেলন করেছে মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
সংবাদ সম্মেলন থেকে জানা যায়, ১৪ আগস্ট দিবাগত রাত ২ টার দিকে রাজৈর উপজেলার গোয়ালবাথান গ্রামের করম আলী মাতুব্বরের বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা কেচি গেটের তালা ভেঙ্গে সবাইকে বেধে জিম্মি করে ১৫ ভরি স্বর্ন , দেড় লক্ষ টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। এই ডাকাতির ঘটনায় নড়েচড়ে বসে মাদারীপুর জেলা পুলিশ। ডাকাতি মামলার তদন্ত কর্মকর্তা এস আই মীর নাজমুল হোসেন গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২১ আগস্ট পাইকপাড়া ইউনিয়ন থেকে ডাকাত চক্রের সক্রিয় সদস্য মাফুজালকে (৩৫) গ্রেফতার করে। মাফুজাল ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে ১১ জন ডাকাতের নাম উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার স্বীকারোক্তির ভিত্তিতে সোমবার গভীর রাতে উপজেলার হোসেনপুর ইউনিয়নের হাওড়ভাঙ্গা এলাকা থেকে পাইপগান, গুলি ও ইয়াবাসহ ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে লিটন হাওলাদার ওরফে গালকাটা লিটন (৪০) , গোপালগঞ্জের মুকসুদপুরের নুর হোসেন শেখের ছেলে সাজ্জাদ শেখ ওরফে হাসান (৩২) , একই এলাকার মৃত তৈয়ব আলী মিয়ার ছেলে চুন্নু মিয়া (৫১) , ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পাতরাইল দিঘীরপাড় গ্রামের মৃত কাদের মাতুব্বরের ছেলে মিঠু মাতুব্বর (৩৫) , ভাঙ্গা উপজেলার মহেশ্বরদী গ্রামের হাসেম শেখের ছেলে আলী শেখ (৩৭) ও গোপালগঞ্জ সদর উপলোর কৃষ্ণপুর গ্রামের নির্মল বিশ্বাসের ছেলে সুখদেব বিশ্বাস (৩২)। এ সময় তাদের কাছ থেকে ২ টি পাইপগান, ৪ রাউন্ড গুলি, ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। ডাকাতরা গোয়ালবাথান গ্রামের করম আলী মাতুব্বরের বাড়ীতে ডাকাতির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ সুপার আরও জানান, এদের আদালতে উঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলেই সব ঘটনা বেরিয়ে আসবে।