মাদারীপুরে তিন দিন ব্যাপী সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি:
তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত হলো তিনদিন ব্যাপী ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কার্যক্রম’ শীর্ষক কর্মশালা। মাদারীপুর জেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের অংশগ্রহণে সার্কিট হাউসের কনফারেন্স রুমে রবিবার বেলা ৩টার দিকে কর্মশালা সমাপ্ত করা হয়।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের প্রকল্প কর্মকর্তা আব্দুস সালাম, সমন্বয়কারী ফাহিম আহমেদ, মাদারীপুর জেলা তথ্য কর্মকর্তা মো. রিয়াদুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক মোল্লা ইফতেখার আহমেদ। তিন দিন ব্যাপী কর্মশালায় মাদারীপুরে কর্মরত ২৫ জন টেলিভিশন সাংবাদিক অংশ গ্রহণ করেন। এ সময় তাদের সনদপত্র তুলে দেয়া হয়।