করোনায় মাদারীপুরে ৩০ জন আক্রান্ত

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরে নতুন আরো ৩০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ১৫জন, কালকিনি উপজেলায় ৩ জন, রাজৈর উপজেলায় দুই স্বাস্থ্য সহকারীসহ ৯ জন এবং শিবচর উপজেলায় এক ব্যাংক কর্মচারীসহ ৩ জন রয়েছে। শিবচরের আক্রান্ত ৩ জনের মধ্যে দত্তপাড়া ইউনিয়নের সাবেক সদস্য নিতাই রায় করোনা উপসর্গ নিয়ে গত ৫ জুলাই মারা যায়। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ শ ২৬জনে।
জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, গত ৫ ও ৬ জুলাই সংগৃহীত নমুনার ১ শ ৫০ জনের ফলাফল বৃহস্পতিবার আসে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে। এর মধ্যে ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৯ শ ২৬ জন এবং গত ২৪ ঘন্টায় আরো ৬৮জনসহ সুস্থ হয়েছেন ৬ শ ২জন। এ পর্যন্ত আক্রান্ত হয়ে গত ৫ জুলাই শিবচরের এক সাবেক ইউপি সদস্যসহ মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। উপজেলা ভিত্তিক করোনায় আক্রান্তের সংখ্যা-সদর উপজেলায় ৩ শ ৩৮, রাজৈরে ২ শ ৭৮, কালকিনিতে ১ শ ৬৮ এবং শিবচর উপজেলায় ১ শ ৪১জন। গত ২৪ ঘন্টায় ১ শ ৫১ টিসহ এ পর্যন্ত ৬ হাজার ৪ শ ৬৭ টি নমুনা প্রেরণ করা হয়েছে। এর মধ্যে নতুন ১ শ ৫০ টিসহ ফলাফল পাওয়া গেছে ৬ হাজার ৩ শ ১৬ টির। ২ শ ৮১ জনকে হাসপাতলের আইসোলেশনে এবং হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছেন।