মাদারীপুরে আলোচিত কৃষকলীগ নেতা হত্যা মামলায় ২ আসামি গ্রেফতার

ম.ম. হারুন উর রশীদঃ
মাদারীপুরের কালকিনি উপজেলা কৃষকলীগ নেতা মানিক সরদার হত্যা মামলা রুজুর পর ২আসামিকে আটক করেছে কালকিনি থানা পুলিশ। গতকাল রাত ১২টার সময় নিহতর স্ত্রী বাদি হয়ে থানায় মামলা করেন। বুধবার ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়।

মামলায় জানাযায়,গত সোমবার সন্ধ্যায় কালকিনি সদরে যাওয়ার সময় র্পূবশত্রুতার জেরে ব্যা-বাইজ্জার মোড় পালরদী নদীর পাড়ে ধারালো অস্ত্রের আঘাতে কালিতলা এলাকার আলমগির সরদারের ছেলে মানিক সরদার খুন হন। এ ঘটনায় নিহতর স্ত্রী সুমা বেগম গতরাত বুধবার ১২টার সময় বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। কালকিনি থানা অফিসার ইনর্চাজ ইসতিয়াক আশফাক রাসেল গোপন সংবাদে ফোর্স নিয়ে ভোরে আলি নগড় ইউনিয়নের রাজারচড় গ্রাম থেকে অনুকুল মুন্সির ছেলে অসিম মুন্সি ও মোঃ তমিজ উদ্দিনের ছেলে মকবুল আলিকে গ্রেফতার করেন।

কালকিনি থানা অফিসার ইনর্চাজ ইসতিয়াক আশফাক রাসেল জানান ,আমরা অন্য সব আসামিকে গ্রেফতার করার জন্য চেষ্ঠা চালিয়ে যাচ্ছি।