শিমুলিয়া-কাঠালবাড়ি রুটে ঘাট পরিবর্তন করে ট্রলারে পার হচ্ছে দক্ষিনের ঘরমুখো যাত্রীরা

শিবচর বার্তা ডেক্সঃ
শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে জনসমুদ্র এড়াতে অনির্দিষ্টকালের জন্য ফেরি সার্ভিস বন্ধ করলেও আইন শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে অবৈধ ট্রলারে চড়ে জীবনের চরম ঝূকি নিয়ে পদ্মা নদী পাড়ি দিচ্ছেন যাত্রীরা। পুরাতন মাওয়া ঘাট থেকে ট্রলারগুলো ছেড়ে এসে ২ দফা চরে নেমে ভীড়ছে কাঠালবাড়ি ঘাটের দূরবর্ত্তী স্থানে পদ্মা সেতুর কাছে। এতে যাত্রী প্রতি খরচ হচ্ছে ৫-৬ শ টাকা। শারীরিক দূরত্ব তো দূরে থাক মানা হচ্ছে না কোন আইনও।
সরেজমিনে জানা যায়, গত কয়েকদিন ধরে প্রশাসনিক তৎপরতা কমায় শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের ফেরিগুলোতে ছিল উভয়মুখী যাত্রীদের উপচেপড়া ভীড়। ফেরি চলাচল সীমিত থেকে বাড়িয়ে ১২ টি সচল করতে বাধ্য হয় বিআইডব্লিউটিসি। গত ২/৩ দিন ধরে দক্ষিনাঞ্চলের যাত্রীদের ভীড় বেড়েই চলছিল। রবিবার রাত থেকে আবারো সীমিত করে মাত্র ৪টি ফেরি চালু রাখে বিআইডব্লিউটিসি। সোমবার সকালে এ রুট হয়ে যাত্রীদের ঢল নামে। একপর্যায়ে এ ঢল জনসমুদ্রে রুপ নেয়। বাধ্য হয়ে সবকটি ফেরি চালু করে শুধু যাত্রী পারাপার করা হয়। বিকেলেই সকল ফেরি বন্ধ করা হয়। মঙ্গলবার সকাল থেকে কোন ধরনের পরিবহন ও যাত্রী পার হতে দেয়নি পুলিশ। এসুযোগে দুপুরের দিক থেকে শিমুলিয়ায় স্থান পরিবর্তন করে পুরাতন মাওয়া ঘাট থেকে অবৈধ ট্রলার ছেড়ে আসা শুরু করে। প্রতিটি ট্রলারেই ছিল উপচে পড়া যাত্রী। ট্রলারগুলো মাওয়া থেকে ছেড়ে জাজিরা, শিবচরের চরগুলো ব্যবহার করে ২ দফা ট্রলার পরিবর্তন করে পদ্মা সেতুর কাছে শিবচর ও জাজিরার সীমানায় বুড়ার খেয়া ঘাট এলাকাগুলোতে যাত্রী নামায়। যাত্রী প্রতি ৫ থেকে ৬শ টাকা খরচ হয়। এখান থেকে পরে ঈজিবাইক মটরসাইকেলে চড়ে বরিশাল ,খুলনাসহ দক্ষিনাঞ্চলের জেলাগুলোতে ৫/৬ গুন ভাড়া খরচ করে ছুটছে মানুষ।
ইমরান হোসেন নামের এক যাত্রী ক্ষুদ্ধ হয়ে বলেন, খুব কষ্ট করে যাত্রীরা পার হচ্ছে। আপনারা আর ভেজাল করবেন না প্লিজ। যাত্রীদের বাড়ি যেতে দিন।
আরেক যাত্রী নাসিমা বেগম বলেন, যারা বাড়ি যাওয়ার তারা ঠিকই যাচ্ছে। শুধু ভোগান্তি করাচ্ছে। আর টাকা খরচ করাচ্ছে।
বিআইডব্লিউটিসির কাঠালবাড়ি ঘাট ম্যানেজার আঃ আলিম মিয়া বলেন, যাত্রীদের যে চাপ
পড়ে তাতে ফেরিতে কোন গাড়িই নেয়া যায় না। স্বাস্থ্য বিধির এখানে কোন পাত্তাই নেই।
সহকারী পুলিশ সুপার আবির হোসেন বলেন, লকডাউন ও ঘূর্নিঝড়ের কারনে ফেরি বন্ধ রাখা হয়েছে। কোন অবস্থাতেই কাউকে ওপাড় যেতে দেব না।