শিবচরে আইসোলেশন কেন্দ্রে চীফ হুইপ লিটন চৌধুরীর পক্ষ থেকে আরো ২ টি ফ্রিজ প্রদান

শিবচর বার্তা ডেক্স :
করোনা ভাইরাসে দেশের প্রথম লকডাউনকৃত শিবচর উপজেলায় ২০ শয্যার বিশেষায়িত করোনা আইসোলেশন কেন্দ্র উদ্বোধনের পর স্থানীয় সংসদ সদস্য ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ব্যক্তিগত অর্থায়নে আরো ২ টি ফ্রিজ প্রদান করা হয়েছে। এর আগে চীফ হুইপের ব্যক্তিগত অর্থায়নে কেন্দ্রটিতে হাই ফ্লো নেজাল কেনোলো থেরাপি সিস্টেম,অক্সিজেন জেনারেটর ,পালস্ অক্সি মিটার,ইনফ্রাডার থা¤্রােমিটার, অক্সিজেন সিলিন্ডার সংযোজন করা হয়েছে। ফলে করোনা রোগীরা এই আইসোলেশন কেন্দ্র থেকে উন্নত চিকিৎসা পাবেন।
জানা যায়, উপজেলার দক্ষিন বহেরাতলা হাজী আবুল কাশেম উকিল মা শিশু কল্যান কেন্দ্রকে ২০ শয্যার বিশেষায়িত আইসোলেশন কেন্দ্র হিসেবে বৃহস্পতিবার উদ্বোধন করা হয়। আইসোলেশন কেন্দ্রটি উদ্বোধনের আগেই স্থানীয় সংসদ সদস্য ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ব্যক্তিগত অর্থায়নে হাই ফ্লো নেজাল কেনোলো থেরাপি সিস্টেম,অক্সিজেন জেনারেটর ,পালস্ অক্সি মিটার,ইনফ্রাডার থা¤্রােমিটার, অক্সিজেন সিলিন্ডারসহ নানাবিধ সুযোগ সুবিধা সংযোজন করে দিয়েছেন। এর সাথে শুক্রবার চীফ হুইপের পক্ষ থেকে আরো ২ টি ফ্রিজ আইসোলেশন কেন্দ্রটিতে প্রদান করা হয়েছে। একটি ফ্রিজ রোগীদের ঔষুধ সংরক্ষনের জন্য ও অপরটি স্টাফদের ডরমেটরীর জন্য দেওয়া হয়েছে। উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আওয়ামীলীগ সভাপতি আ: লতিফ মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম ও ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শশাঙ্ক চন্দ্র ঘোষের হাতে ফ্রিজ দুটি হস্তান্তর করেন। এই আসোলেশন কেন্দ্রটিতে নিয়োগ দেয়া হয়েছে ২ জন চিকিৎসক,২ জন নার্সসহ ৭ জন স্বাস্থ্য কর্মী। ১০ দিন পরপর স্বাস্থ্য কর্মীরা পরিবর্তন হয়ে ১৪ দিন হোটেলে হোম কোয়ারেন্টাইনে থাকবেন। রোগীদের খাবার ব্যবস্থাও রয়েছে। ফলে এই কেন্দ্রটি থেকে করোনা রোগীরা উন্নত চিকিৎসা পাবেন।