লিটন চৌধুরী চীফ হুইপ হিসেবে অত্যন্ত ভাল, শিবচরকে সে স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছে:কালকিনির জনসভায় প্রধানমন্ত্রী

শিব শংকর রবিদাস ও মিশন চক্রবর্ত্তীঃ
লিটন চৌধুরী চীফ হুইপ হিসেবে অত্যান্ত ভাল । সেতো শিবচরকে সে স্বর্গরাজ্য বানিয়ে ফেলেছে। আমাদের মাদারীপুরের শাজাহান খান সাহেব আছেন, কালকিনির আব্দুস সোবহান গোলাপ এই ৩ প্রার্থীর আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি নৌকা মার্কায় আপনাদের কাছে ভোট চাই। নৌকাই দেবে উন্নয়ন, নৌকাই দেবে সব। কাজেই নৌকা মার্কা ছাড়া আমাদের কোন উপায় নেই। এই নৌকা নূহু নবীর নৌকা। মহাপ্লাবন থেকে মানব জাতীকে রক্ষা করেছিল। এই নৌকায় ভোট দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। এই নৌকা পরপর তিন বার একটানা ক্ষমতায় আছে বলেই আজ ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে, প্রতিটি ঘর আলোকিত করে দিয়েছে। এই নৌকায় ভোট দিয়েছে বলেই কোন মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না। প্রতিটি মানুষের ঠিকানা হবে, সম্মানের সাথে বাঁচবে। নৌকাই এদেশের উন্নয়নের একমাত্র হাতিয়ার। কাজেই নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীদেরকে জয়যুক্ত করে বাংলাদেশের সেবা যাতে আমরা করতে পারি তার জন্য আপনাদের সহযোগিতা চাই। শনিবার দুপুরে মাদারীপুরের কালকিনিতে আওয়ামীলীগ দলীয় প্রার্থী ড. আবদুস সোবাহান গোলাপের নির্বাচনী জনসভায় আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, আপনাদের কাছে ওয়াদা চাই হাত তুলে ওয়াদা করেন নৌকা মার্কায় ভোট দিবেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। বিদায়ের আগে একটা কথা বলি আমারতো চাওয়া-পাওয়ার কিছু নেই। মা-বাবা সবাই হারিয়ে গেছে। ১৫ আগষ্টের পর বিদেশে রিফিউজি হিসেবে থাকতে হয়েছিল। এরপর দেশে ফিরে আসি। সমগ্র বাংলাদেশ ঘুরি। এসব অঞ্চলে আসতে গেলে কখনো নৌকায়, কখনো লঞ্চে, স্পীডবোটে চলতে হতো। আজকে আপনারা। আজকে এই উন্নয়নের ছোঁয়া গ্রাম পর্যায়ে পর্যন্ত প্রতিটি মানুষের ঘরে। আজকে খাদ্যের জন্য হাহাকার নেই। এমনকি এখন মুল্যস্ফিতি দেখা দিয়েছে। আমরা পারিবারিক কার্ড করে দিয়েছি। টিসিবির মাধ্যমে যেন স্বল্পদামে খাদ্য কিনতে পারেন সেই ব্যবস্থাও আমরা করে দিয়েছি। কোন মানুষ যেন কষ্ট না করে তার জন্য ভর্তুকি দিতে হচ্ছে। আমরা সেটাও দেবো। তারপরও আমাদের মানুষ যেন কষ্ট না পায় সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমি রাষ্ট্র পরিচালনা করি। কাজেই আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই, আর্শিবাদ চাই ৭ জানুয়ারীর নির্বাচন যারা ঠেকাতে চায় ওই বিএনপি-জামায়াত সন্ত্রাসী, ওরা একটা সন্ত্রাসী রাজনৈতিক দল। অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে তৈরি করা দল মানুষের কল্যান করতে পারেনা। মানুষ খুন করতে পারে। যেখানে রেলে আগুন দেয়ায় মা বাচ্চা কোলে নিয়ে আগুনে পুড়ে মরে গেছে। যে ছবি সারা বিশ^ বিবেককে নাড়া দিয়েছে। কিন্তু ওদের বিবেকে কিছু লাগেনা। ওরা মানুষকে মানুষ বলে গণ্য করেনা। এই সন্ত্রাসী দল বিএনপি আর যুদ্ধাপরাধী জামায়াত এদের কি রাজনীতি করার অধিকার আছে। তারাতো মানুষ পোড়ায়, খুনির দল। জিয়াউর রহমান খুনি, খালেদা জিয়া খুনি, তারেক জিয়া খুনি। ওই খুনির রাজত্ব আর হবেনা এই দেশে। খুনের জন্য ওদের বিচার হবে। এতগুলো মানুষ হুকুম দিয়ে মেরেছে সেই বিচার একদিন বাংলাদেশে হবে। আমি চাই দেশের মানুষ শান্তিতে থাকবে। ওই বোমাবাজি সন্ত্রাস নির্বাচন যেন বানচাল করতে না পারে। ভোটের দিন সকালে আপনারা সবাই গিয়ে ভোট দিবেন। কত ভোট দিতে পারেন সেটাই। কারন আজকে আর্ন্তজাতিকভাবে এক চক্রান্ত হচ্ছে বাংলাদেশকে নিয়ে। এই বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলতে চায় যেটা আমরা হতে দেবো না। এই দেশ আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি। এদেশের স্বাধীনতার পতাকা ফরফর করে উড়বে জাতীর পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ স্মার্ট সোনার বাংলা ইনশাআল্লাহ আমরা গড়ে তুলবো।