ঘূর্নিঝড় সিত্রাংঃশিবচরে নির্মানাধীন শেখ হাসিনা তাতপল্লীর একটি সেমিপাকা ঘর ক্ষতিগ্রস্থ,আহত -৩ শ্রমিক

মোঃ হাসান মোল্লাঃ
ঘূর্নিঝড় সিত্রাংয়ের আঘাতে শিবচরে নির্মানাধীন শেখ হাসিনা তাতপল্লীর একটি সেমিপাকা ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। এসময় ওই ঘরে থাকা ৩ শ্রমিক আহত হয়েছে।
জানা যায়, সোমবার মধ্যরাতে ঘূর্নিঝড় সিত্রাংয়ের আঘাতে মাদারীপুরের শিবচরের কুতুবপুরে নির্মানাধীন শেখ হাসিনা তাতপল্লীর আনসার ক্যাম্পের একটি সেমিপাকা ঘরের টিনের চাল উড়ে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়। টিনের চালটি উড়ে গিয়ে অন্যত্র পড়ে। এসময় ওই ঘরে থাকা ৩ শ্রমিক আহত হয়েছে। এদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
মাটি ভরাট কাজে নিয়োজিত প্রজেক্ট ইঞ্জিনিয়ার মোঃ সোহেল রানা জানান, ঘূর্নিঝড় সিত্রাংয়ের কারনে প্রচন্ড ঝড়ো হাওয়া শুরু হলে নির্মান কাজের শ্রমিকরা আনসার ক্যাম্পের সেমিপাকা ঘরে আশ্রয় নেয়। বাতাসের গতিবেগ এতই বেশি ছিল যে চালটি উড়ে যায়। এতে ৩ শ্রমিক আহত হয়। শ্রমিকদের নাম জানা নেই।