উপ নির্বাচন: শিবচর পৌরসভার ৯ নং ওয়ার্ডে গোলাম মোস্তফা কাউন্সিলর নির্বাচিত

শিব শংকর রবিদাস, মো: আবুজাফর ও অপূর্ব দাস :
উৎসব মুখর পরিবেশে শিবচর পৌরসভার ৯ নং ওয়ার্ডে সাধারন আসনের কাউন্সিলর পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাধারন কাউন্সিলর পদে গোলাম মোস্তফা পানির বোতল প্রতীকে ৬ শ ১৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী হাসান মোহাম্মদ তৌহিদ টেবিল ল্যাম্প প্রতীকে পেয়েছেন ৩ শ ৫ ভোট। নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্নের লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্যরা দায়ীত্ব পালন করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শনিবার পৌরসভার ৯ নং ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৫৪ নং নলগোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাররা ইভিএম এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট সুষ্ঠভাবে সম্পন্নের লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্যরা দায়ীত্ব পালন করেন। এ নির্বাচনে সাধারন কাউন্সিলর পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। ভোট গণনা শেষে সন্ধা আনুমানিক ৭ টার দিক উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী ফলাফল ঘোষনা করেন। এসময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার এস.এম.এ কাদের উপস্থিত ছিলেন। নির্বাচনে সাধারন কাউন্সিলর পদে গোলাম মোস্তফা পানির বোতল প্রতীকে ৬ শ ১৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী হাসান মোহাম্মদ তৌহিদ টেবিল ল্যাম্প প্রতীকে পেয়েছেন ৩ শ ৫ ভোট। এছাড়া অপর প্রতিদ্বন্দী প্রার্থী মো: মাহমুদুল আলম উটপাখি প্রতীকে পেয়েছেন ৩ শ ১ ভোট। নির্বাচনে ১ হাজার ৭ শ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবচর উপজেলা নির্বাচন কর্মকর্তা এস.এম.এ কাদের বলেন, সুষ্ঠ, সুন্দর ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা স্বতস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিল।